ছাত্রলীগ নিষিদ্ধ করার প্রতিবাদে মন্ট্রিয়লে সভা
গত সোমবার রাত সাত ঘটিকায় মন্ট্রিলের একটি রেস্তোরাঁয় বাংলাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে অবৈধ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদে একটি প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন সুইট, সভা পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা দিদার মাহমুদ ভূইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিবুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাডা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুবেরী সেলিম, সাবেক ছাত্রনেতা এটিএম হাসান জেুবল, কুইবেকআওয়ামী লীগের সভাপতি মুন্সি বশির। সাতক্ষীরা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু কানাডা আওয়ামী লীগের উপদেষ্টা সৈয়দ রহমাতুল্লাহ, মুক্তিযোদ্ধা বিষয়ক গবেষক তাজুল মোহাম্মদ, সাবেক ছাত্রনেতা মইনুল ইসলাম, কানাডা মহিলা আওয়ামী লীগের সাজেদা হোসেন, কমিটির নেত্রী ইসরাত আলম আরো বক্তব্য রাখেন। সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মাসুদ সিদ্দিকী, মতিন মিয়া, নাসিম সরকার, সুলতান আহমদ, বেলায়েত হোসেন, জয় দত্ত বড়ুয়া, শাহ মুহাম্মদ ফায়েক, শাকিল আহমদ, সাইফুল ইসলাম, নজমুল ইসলাম, ফিরোজা চৌধুরী, এডভোকেট মোহাম্মদ আলমগীর, শরিফ উল্লাহ, সাফওয়ান করিম, জমশের সিরাজ, আতিকুর রহমান জুয়েল উদ্দিন প্রমুখ। সভায় ঘৃণিত অবৈধ তত্ত্ববধায়ক সরকার কতৃক দক্ষিন এশিয়ার সর্ববৃহৎ এবং ঐতিহ্যবাহি ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কে নিষিদ্ধ ঘোষণার তীব্র প্রতিবাদ করা হয়।
বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের মিথ্যা দাবী করে ছাত্র-জনতাকে ভুল বুঝিয়ে সারা দেশে হাজার হাজার পুলিশ-ছাত্র-জনতাকে হত্যা করে অবৈধভাবে ক্ষমতায় ছিনিয়ে নিয়েছে । আগস্টের হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানানো হয় সভা থেকে। অচিরেই আরও বড় সভার ডাক আসবে বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা।
CBNA24 রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।