জয়িতা চট্টোপাধ্যায় এর কবিতা
ফিরে তাকাও যদি:
আমার ঠিকানা আজ ও
তোমার গলির পাশে
যত তুমি দূরে যাও
তত যেন তোমারই আসে পাশে
বুঝিনি তো আগে
মোমবাতি আলো হলে
ব্যর্থতা ,
আদরের মতো লাগে
তরল বিন্দুর তে যেন
আলো আলো মন
যদি থেকে যেতে পারি কবিতার মতন
বিরহীতে প্রথম খুলে রাখা
মেঘলা শহরের বিজ্ঞাপন
আলোর শ্লোগানে হারোনো
আমার নিখাদ চতুষ্কোণ।
স্থবির পরিযায়ী:
পৃথিবীর প্রথম ব্যথার ওষুধ
এখনও ভালোবাসা
শেষ ওই ওষুধের জন্য এখনও
কুড়িয়ে আনি আগুন
জটিল হয় অসুখের ভাষা
সময় ফিরে যায়
রেখে যায় বছর ব্যাপী মৃত্যু
দুচোখের গঙ্গা
মনের ভেতরের লালন
আর প্রতিবার চোখ মোছার পর
রুমালে যে শুধু তোমাকে খুঁজে পাওয়া,
সেটাও কি কম?
এভাবে এসো না কাছে:
রঙীন জীবনের সুতো
পেরোতে পেরোতে
চলে আসে মৃত্যুর দিন
যতটা আঁকড়ে ধরা
তার চেয়ে বেশী শতঘ্নী
আয়ুধে ঘেরা
দূরে ছেড়ে যত আসি
তত আসে ফিরে ফিরে
বিগত সে দিন।