‘জাস্ট ফর লাফস’ প্রতিষ্ঠাতার আপিল খারিজ, যৌন নিপীড়নের দেওয়ানি মামলা চালিয়ে যাওয়ার পথ পরিষ্কার
কুইবেক আপিল আদালত শুক্রবার ‘Just For Laughs’ প্রতিষ্ঠাতা গিলবার্ট রোজনের একটি আবেদন খারিজ করেছে, যেখানে তিনি এক নতুন আইনের বিরুদ্ধে আপিল করেছিলেন। ওই আইন তার দেওয়ানি মামলায় প্রতিরক্ষা দলের জেরা সীমিত করবে বলে দাবি করেছিলেন তিনি।
গত মাসে, কুইবেক সুপিরিয়র কোর্টের বিচারপতি চান্তাল ট্রেম্বলে প্রাদেশিক দেওয়ানি আইনের এক নতুন ধারা ব্যবহার করে রায় দেন যে, যৌন নিপীড়নের দেওয়ানি মামলায় ভুক্তভোগী বা সাক্ষীদের বিরুদ্ধে নির্দিষ্ট প্রশ্ন করা যাবে না এবং কিছু নির্দিষ্ট প্রমাণ গ্রহণযোগ্য হবে না।
২০২৩ সালে কুইবেক দেওয়ানি বিধিতে সংশোধনীর মাধ্যমে এই আইন চালু হয়, যা ফৌজদারি আইনে প্রতিষ্ঠিত কিছু ‘মিথ এবং স্টেরিওটাইপ’-এর ভিত্তিতে উপস্থাপিত প্রমাণকে অপ্রাসঙ্গিক বলে ধরে নেয়। অর্থাৎ, অভিযোগকারীর অতীত যৌন জীবন বা অভিযুক্তের সঙ্গে যোগাযোগ বজায় রাখার সিদ্ধান্ত তার বিশ্বাসযোগ্যতাকে প্রভাবিত করবে—এমন প্রশ্ন নিষিদ্ধ করা হয়েছে।
রোজনের আইনজীবীরা বলেন, বিচারপতি ট্রেম্বলের এই সিদ্ধান্ত রোজনের আত্মপক্ষ সমর্থনের অধিকার সীমিত করবে। আপিলে তারা এই আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করতে চেয়েছিলেন, তবে রোজন দাবি করেন, তিনি বিচার প্রক্রিয়া বিলম্বিত করতে চান না।
৮ বছর ধরে চলা এই মামলায় রোজন বলেন, “আমি এটি আর দীর্ঘায়িত করতে চাই না।”
এদিকে, মামলার বাদীপক্ষ জানায়, তারা নতুন আইনের সুবিধা ছেড়ে দিয়ে হলেও বিচার অব্যাহত রাখতে রাজি।
৯ নারীর বিরুদ্ধে ১৪ মিলিয়ন ডলারের মামলা
৭০ বছর বয়সী রোজনের বিরুদ্ধে নয়জন নারী যৌন নিপীড়ন ও অসদাচরণের অভিযোগে ১৪ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করেছেন। তারা সবাই আদালতে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেছেন এবং জেরা মোকাবিলা করেছেন।
মামলায় বহু সাক্ষীও অভিযোগকারীদের পক্ষে সাক্ষ্য দিয়েছেন। তবে এখনো রোজনের আইনজীবীরা তাদের প্রতিরক্ষা প্রমাণ উপস্থাপন শুরু করেননি।
ক্লাস অ্যাকশন থেকে ব্যক্তিগত মামলা
এই দেওয়ানি মামলাটি শুরুতে ‘ক্লাস অ্যাকশন’ হিসেবে দাখিল করা হয়েছিল, কিন্তু ২০২০ সালে কুইবেক আপিল আদালতের এক রায়ের ফলে এটি ব্যক্তিগত মামলায় রূপ নেয়।
২০২০ সালেই, কুইবেকের এক আদালত রোজনকে ১৯৮০ সালে অ্যানিক চারেতের সঙ্গে ধর্ষণ ও অশ্লীল নিপীড়নের অভিযোগে নির্দোষ ঘোষণা করে।
চারেতের মামলাই একমাত্র ফৌজদারি বিচার পর্যন্ত গড়ায়, কারণ প্রসিকিউশন ১৩টি অভিযোগের ক্ষেত্রে আনুষ্ঠানিক মামলা দায়ের থেকে বিরত ছিল।
শুক্রবার বিচারপতি গাই গাগননের সিদ্ধান্তের পর, এখন দেওয়ানি মামলা পুনরায় শুরু হতে চলেছে এবং আগামী সপ্তাহে এর কার্যক্রম চালু হবে বলে আশা করা হচ্ছে।
সূত্রঃ সিটিভি