ভ্যাঙ্কুভারে গাড়ির হামলায় ১১ জন নিহত, বহু আহত
ভ্যাঙ্কুভারে ফিলিপিনো-কানাডিয়ান সম্প্রদায়ের একটি স্ট্রিট ফেস্টিভালে গাড়ি হামলার ঘটনায় ১১জন নিহত এবং ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ইস্ট ৪১তম অ্যাভিনিউ ও ফ্রেজার স্ট্রিটের কাছে “লাপু লাপু ডে ব্লক পার্টি” চলাকালে একটি এসইউভি গাড়ি ভিড়ের ওপর উঠে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ভ্যাঙ্কুভার পুলিশ জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৮টার কিছু পর এই হামলা সংঘটিত হয়। ঘটনাস্থল থেকে ৩০ বছর বয়সী এক ভ্যাঙ্কুভার বাসিন্দাকে আটক করা হয়েছে এবং বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।
রবিবার সকালে এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, আহতদের সংখ্যা ২০ জনের বেশি। তিনি বলেন, “এই প্রাণঘাতী হামলা এমন এক মুহূর্তে ঘটেছে, যখন ফিলিপিনো-কানাডিয়ান সম্প্রদায়ের প্রাণবন্ততা ও ঐতিহ্য উদযাপন করা হচ্ছিল। আমরা সবাই গভীরভাবে মর্মাহত।”
এর আগে এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে প্রধানমন্ত্রী ঘটনাটিকে “ভয়াবহ” উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
ভ্যাঙ্কুভার কোস্টাল হেলথ কর্তৃপক্ষ জানায়, তারা “কোড অরেঞ্জ” ঘোষণা করেছে, যা একটি গণদুর্ঘটনার সংকেত। তবে কতজন আহত বা নিহত হয়েছেন তা প্রাথমিকভাবে নিশ্চিত করা যায়নি। পরে ভোর ৩টার দিকে পুলিশ নিশ্চিত করে যে, এ ঘটনায় মোট নয়জন নিহত হয়েছেন।
“লাপু লাপু ডে” হল ষোড়শ শতকে ফিলিপাইনে স্প্যানিশ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াই করা এক আদিবাসী বীর লাপু লাপুর স্মরণে আয়োজিত অনুষ্ঠান। ভ্যাঙ্কুভারে এটি ছিল এই বিশেষ দিনের দ্বিতীয় বাৎসরিক আয়োজন। আয়োজকরা জানান, এ উৎসব ছিল “বায়ানিহান”-এর — সম্মিলিত সম্প্রদায়িক প্রচেষ্টার — চেতনা উদযাপনের একটি বড় উপলক্ষ।
উল্লেখ্য, দক্ষিণ এশীয় ও চীনা সম্প্রদায়ের পর, ব্রিটিশ কলম্বিয়ায় (বিসি) ফিলিপিনো সম্প্রদায়ই তৃতীয় বৃহত্তম। স্ট্যাটিস্টিকস কানাডা’র তথ্য অনুযায়ী, বর্তমানে প্রদেশটিতে ১,৭৪,০০০-রও বেশি ফিলিপিনো বাস করেন, যা বিসির মোট জনসংখ্যার ৩.৫ শতাংশ।
সূত্র: সিবিসি নিউজ