মরণ ।।। শীতল চট্টোপাধ্যায়
আমাদের এই মরণ থেকে
আবার কবে বাঁচব ফিরে?
মৃত্যুপুরীর এই সময়ের
মৃত্যু থাকে জীবন ঘিরে ।
কোমল বোধের আদর পাওয়া
শেষ হয়েছে সময় ছিঁড়ে,
ভাবনাতে নেই, কারণও নেই
হারাই কেন কাড়ার ভিড়ে।
বাড়ির পোষা কুকুর-বিড়াল
নিশ্চিত ফেরে বাইরে গেলে ,
মানুষ কেবল পথকে হারায়
ফেরার পথে আঁধার মেলে।
পথের আলো নিভেই আছে
হাঁটার লক্ষ্য নেই কিছু আর,
আমরা বাঁচি মরণ বোধে
প্রাণ বোঝেনা স্বাদ কি বাঁচার!
আবার সকাল আসবে কবে?
আবার জীবন বাঁচবে কবে?
আলোর দিন পেয়ে কবে
ভাববে জীবন আজ উৎসবে।
সময় এখন ভুল বোঝানোর
সময়ে আজ তপ্ত দহন,
বৃষ্টি এলেও চিনতে পারার
খোঁজ মেলেনা সেই চেনা মন।
আমরা নেই আর বেঁচে বোধহয়
আমরা আছি বোধহয় ম’রে,
তাই জীবনে চাওয়া-পাওয়ার
পৃথিবীটা গেছে স’রে।
মরছি আমরা যখন-তখন
ইচ্ছে মতো মারছে সময় ,
আমরা কি আর একটা ভোরেও
দেখবো কেমন লাল আলো বয়?
মরণ ভূমির পথগুলো সব
পড়েই আছে চাওয়ার স্থিরে,
মরা পাতার এদিক-ওদিক
মারার ছায়া পথকে ঘিরে।
কোথায় আছি?যাচ্ছি কোথায়?
আগামী কি পৌঁছুবে আর?
মনের মরণ হারিয়েছে
বেঁচে থাকার সবগুলো দ্বার।
জগদ্দল, উত্তর২৪পরগণা
পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ




