প্রবাসের সংবাদ ফিচার্ড

জাতীয় শোক দিবসে বস্টনে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

জাতীয় শোক দিবসে বস্টনে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় যুক্তরাষ্ট্রের বস্টনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ। শনিবার, ১৬ই আগস্ট, ক্যাম্ব্রিজের এক মিলনায়তনে সংগঠনের সহ-সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষে বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যসহ শাহাদাত বরণকারী সবার রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

আলোচনা পর্বে বক্তারা বলেন একাত্তরের পরাজিত শক্তি স্বাধীনতা বিরোধীরা যতই চেষ্টা করুক, বাঙ্গালীর মন ও মনন থেকে জাতির জনক বঙ্গবন্ধুকে কেউ মুছে ফেলতে পারবে না। বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও জনমানুষের জন্য ত্যাগ ও সংগ্রামের চেতনা বুকে ধারণ করে দেশকে খুনী ইউনুস গং এবং জামাত শিবির সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করতে হবে। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির ঐক্য অটুট রেখে জননেত্রী শেখ হাসিনার  নেতৃত্বে দেশকে বর্তমান ধ্বংসের ধারা থেকে আবারো উন্নয়নের ধারায় ফিরিয়ে নিতে হবে।

আলোচনায় অংশ নেন নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম জাহাঙ্গীর, রবিউল আলম, মুজিব উল্লাহ, আব্দুস সালাম, রহীম পাটোয়ারী, আবু আলম, মুজিবুর রহমান মজনু প্রমুখ।

এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন