মন্ট্রিয়লে প্রখ্যাত আবৃত্তিকার ড.ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত
গতকাল সন্ধ্যায় মন্ট্রিয়লের ক্যাফে রয়েলে বাংলাদেশের একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত আবৃত্তিকার ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আবৃত্তি সন্ধ্যায় মন্ট্রিয়ল প্রবাসীদের উপস্থিতি ছিলো দেখার মতো।
মন্ট্রিয়লের ক্যাফে রয়েল রেস্টুরেন্টে সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯ঃ৩০ পর্যন্ত আড়াই ঘণ্টা ধরে পিনপতন নীরবতায় মন্ট্রিলবাসী উপভোগ করেছেন প্রবাদপ্রতীম বাচিক শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক কবিতা সন্ধ্যা ।
অনুষ্ঠানের শুরুতেই বিশিষ্ট কবি অপরাহ্ণ সুস্মিত এবং বিশিষ্ট ভাষাবিদ ডঃ শিশির ভট্টাচার্য ভাস্বর বন্দোপাধ্যায়ের সর্বশেষ লেখা বহুবর্নী আবৃত্তি বইয়ের মোড়ক উন্মোচন করেন এবং বইটি নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করেন । অতিথি শিল্পী কবি অপরাহ্ণ সুস্মিতোর লেখা কবিতাও পাঠ করে সবাইকে বিমোহিত করেন। কালিদাসের মেঘদূত কবিতা ছিল অনুষ্ঠানের প্রথম পরিবেশনা।বাংলাদেশ কবিতা ছিল শেষ পরিবেশনা । শুরু থেকে শেষের মধ্যে প্রায় ১৫ টি কবিতা পাঠ করেন।অতিথি শিল্পীর পরিবেশনার পূর্বে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় স্বরচিত কবিতা সহ শিল্পী শর্মিলা ধরের ভরাট কন্ঠে রবীন্দ্র নাথের কৃষ্ণকলি কবিতার সাথে ফাল্গুনী সেনের নৃত্য ছিল অত্যন্ত আকর্ষণীয় ।
পুরো অনুষ্ঠানের ছবির অ্যালবাম দেখতে হলে
তৌফিকুর রহমান রাঙার দীপ্ত কন্ঠে উচ্চারিত হয় রবীন্দ্রনাথের কবিতা ।আয়োজক সন্জীব দাস উত্তম চমৎকার কবিতা পাঠ করে শ্রোতাদের মুগ্ধ করেন ।আয়োজক মুফতি ফারুকের স্বরচিত কবিতা অনবদ্য ছিল । অনুষ্ঠানের নামের সাথে অনুজা চন্দের কবিতা পড়ার গান দারুন লেগেছে। অটোয়া থেকে আগত মকসুদ খানের কবিতা নির্বাচন বর্তমান প্রেক্ষাপটে প্রাসঙ্গিক হয়েছে । বরাবরের মতই সামসাদ রানার অসাধরণ সঞ্চালনায় প্রানবন্ত ছিল । বক্তিতাহীন অনুষ্ঠানের জন্য উপস্থিত সকলে প্রশংসা করেন। বিশিষ্ট বাচিক শিল্পী আফাজউদ্দিন তোতনের আবৃত্তি শিক্ষক ছিলেন ভাস্বর বন্দোপাধ্যায় ।আয়োজক আফাজউদ্দিন তোতন উপস্থিত বিশিষ্ট জনেদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং আগামীতে বৃহ্ৎ পরিসরে কবিতা সন্ধ্যা পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন ।মন্ট্রিলের বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ সিদ্দিকী কবিতা সন্ধ্যা অনুষ্ঠান আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিলেন এবং আগামীতে ও থাকার প্রত্যয় ব্যক্ত করেন ।মন্ট্রিলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত শিল্পীদের উপস্থিতি দেখে শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায় আয়োজকদের ভূয়শী প্রশংসা করেন। পুরো ক্যাফি রয়েলে শ্রোতা দর্শকে ভরে গিয়েছিলো।


দীপক ধর অপু


