প্রবাসের সংবাদ ফিচার্ড

মন্ট্রিয়লে কমিউনিটি নেতা জিএম মাহমুদ মিয়া স্মরণে নাগরিক শোকসভা

কমিউনিটি নেতা জিএম মাহমুদ মিয়ার মৃত্যুতে মন্ট্রিয়লে নাগরিক শোক ও স্মরণসভা

সদেরা সুজন, সিবিএনএ নিউজ ডেস্ক। সিলেট ডিভিশন অব ক্যুইবেকের প্রতিষ্ঠাতা সভাপতি, কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি,জনপ্রিয় কমিউনিটি নেতা, পরোপকারী, জনহিতৈষী ব্যক্তিত্ব, মৌলভীবাজার জেলার গর্বীত সন্তান গোলাম মাহমুদ মিয়া স্মরণে বিশাল নাগরিক শোক ও স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়েছে গতকাল ৩০ নভেম্বর শনিবারে মন্ট্রিয়লের শার্লিভোয়ার একটি হলে। কয়েক শত প্রবাসীরা তুষারপাত আর প্রচন্ড শৈত প্রবাহের দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে নারী -পুরুষ জাত-ধর্ম, দল-মত নির্বিশেষে উপস্থিত হয়ে অশ্রজলে স্মৃতিচারণের মধ্যে দিয়ে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করেছেন।

পুরো নাগরিক শোক ও স্মরণ সভার ছবি দেখতে হলে এখানে ক্লিক করুন

বিশিষ্ট কমিউনিটি নেতা এবং বাংলাদেশ প্রেসক্লাব মন্ট্রিয়লের প্রতিষ্ঠাতা সভাপতি দীপক ধর অপু’র সভাপতিত্বে এবং কমিউনিটি নেতা ও সংগঠক জিয়াউল হক জিয়া এবং ময়নুল ইসলাম অনুষ্ঠানটি পরিচালনা করেন। মৌলানা আব্দুল খালেক তপাদারের কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্যে দিয়ে বিশাল নাগরিক শোক সভায় মরহুম জিএম মাহমুদ মিয়ার আত্মার শান্তি কামনা করা হয়। নাগরিক শোক সভা অনুষ্ঠানে কানাডার বিভিন্ন প্রভিন্স থেকে আগত অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন আজিজুর রহমান প্রিন্স, গোলাম মুহিবুর রহমান, শামিমুল হাসান, তাজুল মোহাম্মদ, খোকন মনিরুজ্জামান, তোফাজ্জল আলী, একলিমুর রেজা, আব্দুল গনি, এবিএম বশীরউদ্দীন আহমেদ, সৈয়দ রহমত উল্লাহ, এজাজ আকতার তৌফিক, এবিএমএম রাজ্জাক রাজু, মুন্সি বশীর, ইতরাদ জুবেরী সেলিম, মমিনুল ইসলাম ভূইয়া। অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বাবলা দেব, কমল জাহিদ, মিনুর আর সরকার, মুহিম আহমেদ, নাসিম উদ্দীন, আব্দুল সবুর, মাসুম রহমান, শিহাব উদ্দীন, সদেরা সুজন, বজরুল রশীদ বেপারী, সাইফুর রহমান, আল আমিন শিকদার, শরিফ উল্লাহ, দেওয়ান মনিরুজ্জামান, জালালুর রহমান, অলক সিংহ, শর্মিলা ধর, আব্দুল হাই, ড. শোয়েব সাঈদ, সোয়েল মিয়া, আব্দুর রশীদ খান, আজাদ আলী, লিয়াকত আলী, গোলাম মোতাহির মিয়া, রুহেনা আহমদ, ডেইজি বেগম, ইশরাত আলম প্রমুখ।

বক্তারা বলেন গোলাম মাহমুদ মিয়ার মৃত্যুতে একজন উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটলো, কানাডা ও যুক্তরাজ্য বাংলাদেশি কমিউনিটির সেবামুখী এক সুহৃদ ছিলেন মরহুম আলহাজ্ব গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়া। তাঁর পুরো জীবনজুড়ে ছিল মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও নিঃস্বার্থ সহযোগিতার হাত। বিশেষ করে কানাডায় নতুন আসা বাংলাদেশি ইমিগ্র্যান্টদের সহায়তায় তিনি ছিলেন এক নির্ভরতার নাম। ব্যক্তিজীবনে তিনি ছিলেন সৎ, ধার্মিক ও মানবিক মূল্যবোধে উজ্জ্বল একজন আদর্শবান মানুষ। সমাজের যে কোনো মানুষের সঙ্গে সহজেই আত্মিক সম্পর্ক তৈরি করতে পারতেন—ছিল তাঁর অন্তর্নিহিত অসাধারণ গুণ।

নীরবে-নিভৃতে মানুষের উপকার করা ছিল তাঁর স্বভাব। সমাজসেবা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও রাজনীতির ক্ষেত্রেও তিনি ছিলেন আজীবন সক্রিয়। প্রবাসের নতুন প্রজন্মকে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত রাখতে তাঁর ছিল নানামুখী উদ্যোগ। বিশেষ করে বাংলা স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে বাংলাভাষার প্রতি যে মমত্ববোধ সৃষ্টি করেছেন—তা কমিউনিটিতে সত্যিই প্রশংসার দাবিদার।
উপস্থিত বক্তারা তাদের  ফেলে আসা দিনগুলোর হৃদয়গ্রাহী স্মৃতিচারণ করে কেঁদেছেন এবং উপস্থিত মানুষদেরকে কাঁদিয়েছেন।  তাঁর স্মৃতি ধরে রাখার জন্য মানবতার ফেরারী জিএম মাহমুদ মিয়ার উপর একটি স্মারক গ্রন্থসহ বিভিন্ন প্রজেক্ট হাতে নেওয়ার অভিমত ব্যাক্ত করেছেন। অনুষ্ঠানের শেষে শামসুল হকের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং মধ্যাহ্নভোজনের মধ্যে দিয়ে স্মরণ সভার সমাপ্তি ঘটে।

এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন