কানাডার সংবাদ ফিচার্ড

কানাডার আবহাওয়ায় পর্যুদস্ত জনজীবন

ছবি সংগৃহিত

কানাডার আবহাওয়ায় পর্যুদস্ত জনজীবন

রেকর্ড মানের ঠান্ডা, দমকা বাতাস, বিদ‍্যুৎ বিভ্রাট, ফ্লাইট বাতিল, ধেয়ে আসছে ভারী তুষারপাতও পর্যুদস্ত কানাডার জনজীবন।

গত শুক্রবার বিকেল থেকে শুরু হাড় কাঁপানো ঠান্ডাবাতাসে কুইবেক প্রদেশ সহ কানাডার অন‍্যান‍্য স্থানের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বৃহত্তর মন্ট্রিয়লের কোথাও কোথাও তাপমাত্রা কখনও কখনও মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভূত হচ্ছে। Environment and Climate Change Canada আজ রবিবার ৪০–৫০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে সতর্ক করেছে। আশংকা করা হচ্ছে অনুভূত তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। অসুস্থ এবং শিশু ও বয়স্কদের বাইরে অপ্রয়োজনীয় চলাচল পরিহার করার পরামর্শ দেয়া হয়েছে। স্বাস্থ‍্য প্রশাসন অনাচ্ছাদিত ত্বকে নিমিষেই frostbite হওয়ার আশংকার কথা জানিয়েছে। ইতিমধ্যেই আগামীকাল সোমবার কুইবেক ও অন্টারিও প্রদেশের অনেক স্কুল বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে মন্ট্রিয়ল থেকে রবিবার সকাল ১০ টা পর্যন্ত ২০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

Hydro Quebec জানায়, প্রদেশজুড়ে ১৮,৩২০টির বেশি বাড়ি/প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন, যার মধ্যে মন্ট্রিয়লেই ১৪,৭৮১টি। শনিবার সন্ধ্যায় বিদ্যুৎহীন গ্রাহকের সংখ্যা ছিল প্রায় ৩০,০০০। বিদ‍্যুৎবিহীন নাগরিকেরা এই প্রচন্ড ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ছেন। হাসপাতালের ইমারজেন্সিতে ভিড় বাড়ছে।

Environment and Climate Change Canada-এর পূর্বাভাস, আজ রবিবার বিকেল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত ১০ থেকে ২০ সেন্টিমিটার তুষারপাত হতে পারে। একই সঙ্গে জোরালো ব্লোয়িং স্নো সড়কে ভিজিবিলিটি সমস্যা তৈরি করবে।এ পরিস্থিতিতে খুব জরুরি কাজ ছাড়া ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করুন