ফিচার্ড সাহিত্য ও কবিতা

একগুচ্ছ কবিতা ||| পুলক বড়ুয়া

একগুচ্ছ কবিতা ||| পুলক বড়ুয়া

(১)
রসুইঘর

আসুন আসুন
বসুন বসুন
যা-খুশি বলুন
অগ্রে শুনুন

একটু থামুন
একটু থাকুন
রাখুন রাখুন
একটু হাসুন

অল্প ভাবুন
স্বল্প কাসুন
ডাকুন চাপুন
ধরুন সারুন

বাঁধন ছাড়ুন
পেঁয়াজ কাটুন
খসিয়ে খুলুন
আদা ও রসুন

চুলোয় ফাগুন
চড়িয়ে সালুন
বুঝুন বুঝুন
খুঁজুন খুঁজুন

অবাক আগুন
রসিয়ে কাঁদুন !

২.
দেশ-কাল-পাত্র  
…………………..
(১)
দিনগুলি ছিল
জায়গাগুলি ছিল
নির্ভুল ।

দিনগুলি আছে
জায়গাগুলি আছে
বিলকুল।

(২)
দিনগুলি ছিল
জায়গাগুলি ছিল
ঝাঁক ঝাঁক ।

দিনগুলি আছে
জায়গাগুলি আছে
ঠিকঠাক।

(৩)
দিনগুলি কই
জায়গাগুলি কই
ছিল অই ।

দিনগুলি খুঁজি
জায়গাগুলি খুঁজি
পই পই !

৩.
অবিকল্প
………….
একদিন জাগব না
একদিন জানব না
একদিন দ্যাখব না

পথহীন পথিক হব
পদচিহ্নহীন পথিক হব
যে পথ পথ নয়
যে পথ একমুখী
যেখানে বসে থাকে না কেউ
যেখানে অপেক্ষা করে নেই কেউ
তবু যাব, ওখানেই …

এমন অন্ধ হয়ে যাব
এত অজ্ঞান হয়ে যাব

যোগ থেকে বিয়োগ হয়ে যাব
গুণ আর ভাগের হিস্যা তোমরাই কর

অনুপাত কত, জানি না
শতকরা কত, জানি না …
সরল অংকও দ্যাখেছি জটিল না-হলেও সরল নয়
সমীকরণ কিংবা সমাধানও জানি না
সুদাসল থেকে সুধাই পেয়েছি, আসল তেমনি আছে

তার
কায়াহীন কায়া
ছায়াময় ছায়া
মায়াবী মায়া
আজও আসা-যাওয়া করে
আজও ঘোরাফেরা করে

মিলেমিশে একাকার হয়ে যায়
জেগে থাকা আর অপেক্ষা
জেগে থাকা আর ঘুম
সমার্থক শব্দ হয়ে যায়
প্রতিশব্দ হয়ে দাঁড়ায়

জেগে থাকা মানে একা থাকা
জেগে থাকা মানে একা হওয়া
জেগে থাকা মানে
মানের ঊর্ধ্বক্রম
গাণিতিক সোজা ক্রমিক—শূন্য, এক …
জেগে থাকা মানে
মানের অধক্রম
গাণিতিক উল্টো ক্রমিক—এক, শূন্য …

অতঃপর নেই হওয়া
অতঃপর গুম হয়ে যাওয়া
অতঃপর ঘুম হয়ে যাওয়া
গুমের সমসমান হওয়া
ঘুমের সমান্তরাল হওয়া
সমান সমানই প্রামাণ্য অন্তরাল থাকা

অন্তর্গত হয়ে যাওয়া


৪.
বৈদেশে
………..
আমার বন্ধুর নাম মাসুদুজ্জামান ।
আমার বন্ধুনী মাকসুদা ।
বহুদিন দোঁহার কোনো খবর জানিনা ।

দহরমমহরম থেকে—স্বামী-স্ত্রী
নাকি শুধুই একই ছাদের নিচে
লিভ টুগেদার
আমি কিছুই জানিনা ।
মাকসুদা মানে মাসুদুজ্জামান,
মাসুদুজ্জামান মানে মাকসুদা ।

এত জীবনঘনিষ্ট; ওতোপ্রোত;
পরস্পর প্রিয়জন,
একে অপরের প্রথমজন ।
ওদের অন্য কোনো শাখা নেই—
ওদের কেনো শাখা নেই—
আমি জানি না,
আসলে আমি জানি না ।

এত যে নিবিড়-নিবিষ্ট
জনৈক দ্বিতীয় সখা আমি,
আজো ওদের কথা ভাবি যখন,
নিজেকে ওদের পাশে দাঁড়িয়ে
বল্গাহীন-লগ্নহীন-মগ্নহীন
উচ্ছিষ্ট বৈ কিছু ভাবতে পারি না !

স্বদেশকে আস্তাকুঁড় ভেবে
যারা চলে গেছে বৈদেশে ।

 






সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান


সংবাদটি শেয়ার করুন