দেশের সংবাদ

বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর : চুল, দাড়ি কেটেও রক্ষা হয়নি আরমানের

বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর : চুল, দাড়ি কেটেও রক্ষা হয়নি আরমানের

সিবিএনএ অনলাইন ডেস্ক/ ৫ এপ্রিল | ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের হরতাল চলাকালে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরকারী যুবকের পরিচয় নিশ্চিত করেছে র‍্যাব। সে হলো, জেলার নাসিরনগর উপজেলার ফুলকাকান্দি গ্রামের শুকুর আলীর ছেলে আরমান আলিফ (২২)। তবে তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাজীপাড়ায় ভাড়া থাকতেন।

গ্রেপ্তারের পর সোমবার বেলা তিনটার দিকে আরমানকে প্রেস ক্লাবে হাজির করে র‍্যাব। এ সময় জানানো হয়, নিজেকে বাঁচাতে ঘটনার পরদিন চুল, দাঁড়ি কেটে ফেলে আরমান। তবে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাকে গ্রেপ্তারে সক্ষম হয়। তার কাছ থেকে  বিদেশি পিস্তল, গুলি ও ম্যুরাল ভাঙ্গার শাবল, মাদকদ্রব্য উদ্ধি রর করা হয়।

র‍্যাব-১৪ এর অধিনায়ক লে. কর্নেল আবু নাঈম মো. তালাত সংবাদ সম্মেলনে জানান,  ভিডিও ও স্থিরচিত্র দেখে গত ৩ এপ্রিল থেকে তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। ৪ এপ্রিল রাত ৯টার দিকে তাকে বিশ্বরোড মোড় থেকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া স্বীকারোক্তি মতে, কাজীপাড়ার বাসা থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও হামলায় ব্যবহৃত শাবল উদ্ধার করা হয়।

র‍্যাবের ওই কর্মকর্তা সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, ওই যুবক মাদরাসা ছাত্র কি না বা কোনো দলের সঙ্গে জড়িত কি না সেটা জানার চেষ্টা চলছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ২৮ মার্চ হেফাজতের হরতাল চলাকালে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করা হয়। এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। -কালের কন্ঠ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন