ফিচার্ড বিনোদন

পরীমনিকে মারধরের কথা স্বীকার করেছেন প্রধান অভিযুক্ত নাসির

পরীমনি ও নাসির

পরীমনিকে মারধরের কথা স্বীকার করেছেন প্রধান অভিযুক্ত নাসির

পরীমনিকে মারধরের কথা স্বীকার করেছেন ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় প্রধান অভিযুক্ত নাসির ইউ মাহমুদ। তবে ধর্ষণচেষ্টার বিষয়ে এ পর্যন্ত মুখ খোলেননি এই আবাসন ব্যবসায়ী বা তার অপকর্মের সহযোগী হিসেবে অভিযুক্ত তুহিন সিদ্দিকী অমি। এ দুজনকে জিজ্ঞাসাবাদের বরাদ দিয়ে এসব তথ্য জানিয়েছেন ডিবির তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। পরীমনি মামলা করার পর গ্রেপ্তার হন নাসির, অমিসহ পাঁচজন। এখন মাদক মামলায় রিমান্ডে আছেন নাসির ও অমি। তবে তাদের পরীমনির মামলার বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে রাজধানীর দক্ষিণখান ও উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে শতাধিক পাসপোর্টসহ অমির দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পৃথক আরেকটি মামলা করা হয়েছে।

কী ঘটেছিল সেই রাতে

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ রোডসংলগ্ন সাভারের তুরাগ নদীর তীরে গড়ে ওঠা ‘ঢাকা বোট ক্লাবের’ সদস্যরা খেয়ালখুশিমতো মধ্যরাতেও খোলা রাখতেন ক্লাবটি। নিয়ম অনুযায়ী, রাত ১১টার মধ্যেই বার বন্ধ করে দেওয়ার কথা থাকলেও রাতভর খোলা রাখা হতো ক্লাবটি, ভেতরে চলত মদ্যপান। দিনের পর দিন ক্লাবটি এভাবেই চলছিল।

পরীমনিকে ক্লাবটিতে ডেকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ ওঠার পর এসব তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। বিশেষ করে ঘটনার দিন সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ বিশ্লেষণেও এসব অনিয়ম ফুটে উঠেছে।

গত ৯ জুন ঢাকা বোট ক্লাবে গাড়ি থেকে পরীমনির বের হওয়া, রিসিপশন হয়ে ঢাকা বোট ক্লাবে প্রবেশ এবং শেষে অচেতন হয়ে বের হওয়ার তিনটি ফুটেজ উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর মধ্যে ক্লাবের বাইরে স্থাপিত সিসিটিভির ফুটেজে দেখা গেছে- রাত ১২টা ২২ মিনিটে ঢাকা বোট ক্লাবের সামনে একটি কালো গাড়ি থামে। গাড়িটি ছিল বোট ক্লাবের সদস্য তুহিন সিদ্দিকী অমির। গাড়ির সামনের দরজা দিয়ে বের হন চিত্রনায়িকা পরীমনি। পেছনের ডান পাশের দরজা দিয়ে বের হন গ্রেপ্তার অমি, পরীমনির কস্টিউম ডিজাইনার জিমি ও তার বোন বনি। ক্লাবে ঢোকার সময় পরীমনি কালো টপস, জিন্সের প্যান্ট পরা ছিলেন। বনি লাল টপস, সঙ্গে জিন্সের প্যান্ট এবং জিমি কালো হাতাকাটা গেঞ্জি ও হাফপ্যান্ট পরা ছিলেন। অমির পরনে ছিল সাদা গেঞ্জি ও গ্যাবার্ডিনের প্যান্ট। অমি ছাড়া সবাই মাস্ক পরে ক্লাবে প্রবেশ করেন। রিসেপশনের ক্যামেরায় তাদের চারজনকে একসঙ্গে বারে ঢুকতে দেখা যায়। তখন রিসেপশন ডেস্কে ছিলেন দুজন এবং ডেস্কের পাশে দাঁড়িয়ে ছিলেন আরও এক স্টাফ। অথচ রাত ১১টার মধ্যে ক্লাব ও বার বন্ধ হয়ে যাওয়ার কথা। ক্লাবটির ড্রেস কোড অনুযায়ী জিমিকে হাফ প্যান্ট পরে ভেতরে প্রবেশ করতে দেওয়ার কথা নয়।

রাত ২টায় রিসেপশনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, পরীমনিকে অচেতন অবস্থায় কোলে নিয়ে বের হন জিমি ও এক সিকিউরিটি গার্ড। পেছন পেছন দৌড়ে যাচ্ছেন বনি। তাদের পেছনে স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছিলেন অমি। গাড়িতে ওঠার সময় তিনি আঙুল তুলে সবাইকে ধমক দিচ্ছিলেন।

অভিযানে অমির দুই সহযোগী গ্রেপ্তার

চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা হওয়ার পর গত কয়েক দিন ধরে একের পর এক তথ্য সামনে আসছে। নাসির ও অমিকে গ্রেপ্তারে অভিযানকালে আরও তিন তরুণীকে গ্রেপ্তার করা হয়েছিল, যারা পরীমনির করা মামলার আসামি নন। এর পর নতুন করে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে গত মঙ্গলবার রাতভর রাজধানীর দক্ষিণখান ও উত্তরা পশ্চিম থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০২টি পাসপোর্টসহ। দুজনই অমির সহযোগী বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি জানান, মামলার তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক কামাল হোসেনকে নিয়ে আসামি তুহিন সিদ্দিকী অমির মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠান সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার ও হলিডে প্ল্যানার নামের দুটি ব্যবসা প্রতিষ্ঠানের কার্যালয়ে অভিযান চালিয়ে শতাধিক পাসপোর্ট ছাড়াও অসংখ্য ব্যাংক স্ট্যাম্প ও ১৯ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় পাসপোর্ট আইনে অমিসহ তিনজনের বিরুদ্ধে দক্ষিণখান থানায় মামলা দায়ের করেছে পুলিশ। মামলার অপর আসামিরা হচ্ছেন- তুহিন সিদ্দিকী অমির ব্যবসা প্রতিষ্ঠানের ডিএমডি মশিউর রহমান পলাশ (৩২) ও চিফ মার্কেটিং অফিসার বাছির মিয়া (৪০)। অভিযানকারী দলের পুলিশ কর্মকর্তা কামাল হোসেন জানান, বিশেষ কোনো অনুমতি ছাড়া এতগুলো পাসপোর্ট কারও কাছে থাকা বেআইনি। সে কারণেই তাদের আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সর্বশেষ বাছির ও মশিউরকে গতকাল আদালতে তোলার পর বিচারক তাদের প্রত্যেকের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

রিমান্ড আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আফতাব উদ্দিন উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংঘবদ্ধ দালাল চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে দুজন। অভিনব কায়দায় দেশের বিভিন্ন এলাকা থেকে ভিসাবিহীন বিভিন্ন বাংলাদেশ নামীয় পাসপোর্ট, ননজুডিশিয়াল স্ট্যাম্প ও নগদ টাকা সংগ্রহ করে জমা রাখাই তাদের একমাত্র পেশা। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এজাহারনামীয় আসামি তুহিন সিদ্দিকী অমির বিষয়ে ব্যাপক তথ্য পাওয়া যেতে পারে। চক্রের মূল হোতার নাম-ঠিকানা সংগ্রহ করে গ্রেপ্তার, তাদের নিয়ে অভিযান চালালে পাসপোর্ট, ননজুডিশিয়াল স্ট্যাম্প ও নগদ টাকা উদ্ধারের সম্ভাবনা রয়েছে। এ জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা প্রয়োজন।

আসামিদের পক্ষে ঢাকা বারের সভাপতি আবদুল বাতেন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তিনি বলেন, তারা মামলার ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত না। তাদের এজেন্সির বৈধ লাইসেন্স ও ট্রেড লাইসেন্স আছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। হয়রানি করতে উদ্দেশ্যমূলকভাবে তাদের মামলায় আসামি করা হয়েছে। শুনানি শেষে আদালত দুদিনের রিমান্ডের আদেশ দেন।

পরীমনি থানায় মামলা করার পর প্রথমে অমির উত্তরার বাসায় অভিযান চালিয়ে অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ তিন নারীকে গ্রেপ্তার করে পুলিশ। ওই অভিযানেই বাসায় তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবা, বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়। আটক করা হয় এ দুজন ছাড়াও লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধা (২৪) নামে তিন তরুণীকে।

সাভার মডেল থানায় পরীমনির দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, তদন্ত দ্রুতগতিতেই চলছে। মামলার প্রয়োজনে সাভার থানাপুলিশ কথা বলবে পরীমনির সঙ্গে। মামলায় গ্রেপ্তার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসির উদ্দিন মাহমুদ ও তার সহযোগী অমিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাইবে সাভার মডেল থানাপুলিশ।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি জানান, মাদকের মামলায় বিমানবন্দর থানার ৭ দিনের রিমান্ড শেষ হলেও তাদের সাভার থানায় দায়ের করা পরীমনির ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

ডিবির গুলশান জোনের ডিসি মশিউর রহমান বলেন, মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।

পরীমনির বিরুদ্ধেও ভিন্ন একটি ক্লাবে ভাঙচুর চালানোর অভিযোগ

পরীমনির বিরুদ্ধে গত ৭ জুন গুলশানের অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে- এ সময় পরীমনির সঙ্গে আরও কয়েকজন ছিলেন।

গুলশান থানাপুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ৭ জুন গভীর রাতে। পুলিশ এ ঘটনা তদন্তে ক্লাবটি পরিদর্শন করবে। তবে এ কা-ে গতকাল বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা কোনো মামলা হয়নি।

অল কমিউনিটি ক্লাবের সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, পরীমনি তার কয়েকজন সঙ্গীকে নিয়ে ক্লাবে প্রবেশ করছেন। আরেকটি অংশে দেখা যায়, পরীমনি ক্লাবের ভেতরে তার এক সঙ্গীর দিকে পা তুলছেন। বের হওয়ার সময় পরীমনিকে কিছুটা অস্বাভাবিক দেখাচ্ছিল। জানতে চাইলে পরীমনি বলেন, ‘এত দিন পরে কেন এই ফালতু অভিযোগ?’

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ৭ জুন গভীর রাতে ৯৯৯-এর একটি কলে গুলশান থানাপুলিশের একটি দল অল কমিউনিটি ক্লাবে যায়। সেখানে গিয়ে দেখা যায়, কথাকাটাকাটির জেরে ক্লাবে গ্লাস ভাঙচুর করেছেন পরীমনি। পরে আর এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। পুলিশ ক্লাবটি পরিদর্শনে যাবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

‘উলু খাগড়ার প্রাণ যায়’

‘বাবারে আমার মাইয়া তো দোষ করে নাই। পেটের টানে চাকরি করতে গেছিল। অহন তারে রক্ষিতা বানায়া দিলো! মাইয়াডারে নিয়ে সমাজের কারো সামনে মুখ দেখাইতে পারুম না।’ দুঃখ ভারাক্রান্ত মনে এসব কথা বলছিলেন অভিযানে গ্রেপ্তার লিপি আক্তারের মা। এমন আর্তি শুনে ডিবি অফিসের সামনে দাঁড়ানো এক পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়, ‘রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খাগড়ার প্রাণ যায়’!

অমির অজানা অধ্যায়

সংশ্লিষ্ট সূত্র জানায়, বছর দুয়েক আগে সিঙ্গাপুরে পাঠানোর কথা বলে ৩০ জনের কাছ থেকে টাকা নেন অমি। টাকা দেওয়ার পরও সিঙ্গাপুরে পাঠাতে না পারায় অমির কাছে টাকা ফেরত চান তার এক এজেন্ট। পরে টাকা না দিয়ে অমি ওই এজেন্টকে বস্তায় ভরে গাজীপুরের শালবনে ফেলে আসেন। গাজীপুর জেলা পুলিশ তাকে উদ্ধার করে। এ ছাড়া দক্ষিণখানের আশকোনার সিরাজ মিয়া রোডে অমির একটি ট্রেনিং সেন্টার রয়েছে। আবাসিক এলাকায় গড়ে তোলা ওই ট্রেনিং সেন্টারের সামনে বিদেশ যেতে ইচ্ছুক শত শত লোক জড়ো হতো। এমন অবস্থায় আবাসিক এলাকা থেকে ট্রেনিং সেন্টারটি তুলে দিতে রাজউকের কাছে আবেদন করেন স্থানীয়রা। কিন্তু রহস্যজনক কারণে রাজউক ব্যবস্থা গ্রহণ করেনি। দুদকের চোখ ফাঁকি দিতে অমি তার ম্যানেজার পলাশের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ জমা রেখে পরে পাচার করে দিতেন। অমি গ্রেপ্তারের পর তার অনেক স্টাফ পরিবারসহ পালিয়ে গেছে। দুবাইয়ে বিলাসী রিসোর্টসহ অমির নানা সম্পদের তথ্য উঠে এসেছে ইতোমধ্যে।


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন