বিনোদন

হাসপাতালে লালনশিল্পী ফরিদা পারভীন

হাসপাতালে লালনশিল্পী ফরিদা পারভীন

সিবিএনএ বিনোদন ডেস্ক / ১২ এপ্রিল ২০২১ | করোনায় আক্রান্ত হয়েছেন খ্যাতিমান লালনশিল্পী ফরিদা পারভীন। গত ৮ এপ্রিল  থেকে করোনা পজিটিভ তিনি। ডাক্তারের পরামর্শ অনুযায় এ কয়েকদিন বাসাতেই চিকিৎসা নিলেও আজ দুপুরে তাকে  ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এটি শিল্পীর ছেলে ইমাম জাফর নোমানী  নিশ্চিত করে বলেন, সিটি স্ক্যানের রিপোর্ট অনুযায়ী আম্মার ফুসফুসের প্রায় ৫০ শতাংশ আক্রান্ত হয়েছে। ডাক্তারের পরামর্শে খুব দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই কয়েকদিন বাসা থেকে চিকিৎসা নিচ্ছিলেন সুস্থতার জন্য দোয়া করবেন।’ ফরিদা পারভীন লালনের গান গেয়ে দেশে-বিদেশে খ্যাতি পেয়েছেন৷ ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোর জেলার সিংড়া থানার শাওল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। জন্ম নাটোরে হলেও বড় হয়েছেন কুষ্টিয়ায়। ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুল সংগীত গাইতে শুরু করেন।

পরবর্তীতে ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন। সাধক মোকসেদ আলী শাহের কাছে ফরিদা পারভীন লালনসংগীতে তালিম নেন। ১৯৮৭ সালে ফরিদা পারভীন সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক পেয়েছেন। এছাড়া ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। সেরা প্লে-ব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ১৯৯৩ সালে। শিশুদের লালনসংগীত শিক্ষার জন্যে ‘অচিন পাখি স্কুল’ নামে একটি গানের স্কুল গড়ে তুলেছেন।

-মানবজমিন ( হাসপাতালে লালনশিল্পী ফরিদা পারভীন )


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন