সাহিত্য ও কবিতা

পোড়ামাটি |||| পুলক বড়ুয়া

পোড়ামাটি |||| পুলক বড়ুয়া


সাগর, নদী, খাল, বিল, পুকুর, দীঘি—
জলার ধারে এলে
পানির কাছে এলে
পাপগুলো সব ধুয়েমুছে যায় ।
নিরাশ্রয়ী নয়, আস্তাকুঁড়ে নয়
তরলে গরল লীন হয়ে যায় ।
বসে থাকা ক্লান্তি-ক্লেদ-গ্লানি
কর্পূরের মতোন দৌড়ে পালায় ।

অপর জীবনে চুবিয়ে
অপর পাত্রে ডুবিয়ে
অপর মানচিত্রে ঠেলে
অপর মুকুরে নিজেকে আত্মপ্রকাশ করি ।

তুমিও পরম জল ।
তুমিও অপর জল ।
তুমিও অপার জল ।
তুমিও অশেষ জল ।
তুমিও পাতাল অতল ।
তোমার কাছাকাছি
তোমার কাছে
তোমার পাশাপাশি
তোমার প্রতিবেশী
বেমালুম ভুল হয়ে যায় !
বেশুমার ভুল হয়ে যায় ।
বিলকুল পাপ-পূণ্য খেয়ে ফেলি ‌।
ত্রিকাল-ত্রিভুবন হারিয়ে ফেলি ।

তোমার জলের পাড়ে দাঁড়িয়ে দাহ গড়ি,
তোমার ভিতরে আমি জীবিত পোড়ামাটি !
সংবাদটি শেয়ার করুন