এক নদী ||| পুলক বড়ুয়া
কতটা উত্থাপ পেলে বরফ গলে, জানি
কতটা তাপ পেলে ভালোবাসা গলে, জানি না
তুমি কী বরফের চেয়ে শীতল
কত ডিগ্রী হিমাঙ্কের নিচে তোমারহৃদয়️
তোমার বুকের একটি হিমালয়ে—এক পিরামিডে
আমার প্রেমের নিহত আত্মার সমাধি
আমি শাজাহান নই, তুমি মমতাজ নও—তবু গড়ি,
তাজমহলের অধিক তাজমহল, এক মনোতাজ, মন্তাজ
আমরা তো লাইলি-মজনু, শিরি-ফরহাদ হতে পারিনি
অথবা কৃষ্ণ-রাধা
পর্যটক-শীতের অতিথি পাখির মতো, সুখোষ্ণ হতে
সীমানা পেরিয়ে মৌসুমী ভালোবাসা আসে
সম্পর্ক-সাঁকো ডিঙিয়ে
সম্পর্ক-সাঁকো পেরিয়ে
সীমানা পেরিয়ে ছদ্মবেশী ভালোবাসা চলে যায়
পড়ে থাকে শুধু সেতুবন্ধন
তার নিচে আজো বয়ে যায়
গন্ডদেশে লেগে থাকা মরানদী-অশ্রুনদী
পেয়ালা-পেগ শূন্য অশ্রুজল-অবহেলা !