চিত্রনায়ক রিয়াজ করোনায় আক্রান্ত, আবুল হায়াত, আফসানা মিমি হাসপাতালে
সিবিএনএ বিনোদন ডেস্ক/২ এপ্রিল। করোনায় আক্রান্ত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। আজ শুক্রবার বিকেলে গণমাধ্যমকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গত ২৮ মার্চ নমুনা পরীক্ষা করাতে দিয়েছিলেন এই অভিনেতা। পরে গত সোমবার (২৯ মার্চ) পরীক্ষার ফল হাতে এলে রিয়াজ জানতে পারেন, তার কোভিড-১৯ পজিটিভ।
‘বঙ্গবন্ধু’ ছবির শুটিংয়ে মুম্বাই যাওয়ার কথা ছিল রিয়াজের। তবে নিয়ম অনুযায়ী দেশ ত্যাগ করার আগে কোভিড-১৯ টেস্ট করান রিয়াজ। তবে, করোনা আক্রান্ত হওয়ায় আপাতত শুটিংয়ের জন্য ভারত যাওয়া হচ্ছে না।
উল্লেখ্য, ‘বঙ্গবন্ধু’ ছবিতে তাজউদ্দীন আহমেদের চরিত্রে অভিনয় করার কথা ছিল রিয়াজের। শুরুতে এই চরিত্রে অভিনয়ের কথা ছিল দেশের আরেক জনপ্রিয় নায়ক ফেরদৌসের। কিন্তু ভারতে প্রবেশ সংক্রান্ত নিষেধাজ্ঞায় শেষ পর্যন্ত তার আর ছবিটিতে অভিনয়ের সুযোগ হয়নি।
করোনায় আক্রান্ত আবুল হায়াত
প্রবীণ অভিনেতা আবুল হায়াত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি নিশ্চিত করেছেন আবুল হায়াতের মেয়ে নাতাশা হায়াত।
তিনি বলেছেন, ‘গতকাল রাত থেকে আমার বাবা হাসপাতালে আছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল৷ তিনি চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে আছেন।’
এক ফেসবুক পোস্টে নাতাশা লিখেছেন, ‘বাবার জন্য “এ” পজিটিভ গ্রুপের প্লাজমা প্রয়োজন৷’
তিন সপ্তাহ আগে করোনা থেকে সুস্থ হয়েছেন এমন ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি।
নাতাশা আরও জানান, এ মুহূর্তে তার পরিবারের সবাই দুশ্চিন্তার মধ্যে আছেন। তাই কোনো কারণে তাকে বা পরিবারের সদস্যদের ফোন অথবা ম্যাসেঞ্জারে কোনো তথ্যের জন্য যোগাযোগ না করারও অনুরোধ জানান।
করোনায় আক্রান্ত মিমি, ভর্তি হাসপাতালে
সপ্তাহ খানেক আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি। এরপর থেকে ঘরেই চিকিৎসা নিচ্ছিলেন এই অভিনেত্রী। কিন্তু কাশি কমছিলো না। তাই আজ এই অভিনেত্রীকে ভর্তি করা হয় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে। বিষয়টি নিশ্চিত করেছেন আফসানার মিমির নির্মাণসঙ্গী নজরুল সৈয়দ।
তিনি বলেন, ‘মিমি আপার শরীর সম্প্রতি খারাপ হওয়ায় তার করোনার নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসে। এটি গেল সপ্তাহের খবর। এরপর থেকে তিনি নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন। মিমি আপা এখনো ভালোই আছেন। তবে কাশিটা একটু বাড়ছে। এছাড়া খারাপ কিছু নেই। কাশি কমছে না বলেই আজ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
আফসানা মিমি অভিনয় ও পরিচালনার পাশাপাশি বর্তমানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে দায়িত্ব পালন করছেন। তিন বছর মেয়াদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান