যুক্তরাষ্ট্রে বিধ্বংসী টর্নেডোতে জনজীবন লণ্ডভণ্ড, নিহত ৫
সিবিএনএ অনলাইন ডেস্ক/২৬ মার্চ। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের আলাবামা প্রদেশে বৃহস্পতিবার তাণ্ডব চালালো ভয়াবহ ঘূর্ণিঝড়। বিধ্বংসী এই টর্নেডোতে এতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এর তাণ্ডব তছনছ করে দিয়েছে ঘরবাড়ি, গাছপালা। হাজার হাজার মানুষ বিদ্যুৎ সংযোগহীন। ঘূর্ণিঝড়ের তীব্রতায় কার্যত জনজীবন লণ্ডভণ্ড।
জানা গেছে, নিহতরা সকলেই আলাবামার পূর্ব প্রান্তে কলহন কাউন্টির বাসিন্দা। মৃতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। সেখানে আছড়ে পড়েছিল অন্যতম শক্তিশালী টর্নেডো। পরে সেটি জর্জিয়ার দিকে চলে যায়। ওহাটচি অঞ্চলের কাছে শত শত বাড়ি গুঁড়িয়ে দিয়েছে টর্নেডো। কোথাও বা উড়িয়ে নিয়ে গিয়েছে ঘরের ছাদ।
ইতিমধ্যেই আলবামার গভর্নর ‘এমার্জেন্সি’ ঘোষণা করেছেন। এদিকে আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেনের শুক্রবারই আলাবামায় আসার কথা ছিল। ঝড়ের পরে তিনি তার সফর স্থগিত রেখেছেন। সূত্র : সংবাদ প্রতিদিন।