ফিচার্ড সাহিত্য ও কবিতা

জলরং | পুলক বড়ুয়া

জলরং | পুলক বড়ুয়া

বর্ষার আকাশে মেঘ ।

আকাশটা তাকে বুকে
পাখির ডিমের মতো
ওম দেয়, ঘুম দেয়—
আজন্ম চুম্বন করে ।
তবু সব মেঘ একা
বৃষ্টি, বজ্র, বিদ্যুৎ না—
কিছু জল, কিছু বজ্র,
বিদ্যুলতা : মেঘগুলো ।
আমরা অপেক্ষা করি,
আমরা আশঙ্কা করি ।
সবকিছু বৃথা নয়,
সবকিছু ব্যর্থ নয় ।
কিছু কিছু সরু-মোটা
হালকা-পাতলা কিছু
রিমঝিম রিনিঝিনি
ঝমঝম ঝরঝর
শরশর ঝুপঝুপ
তেরছা-খাড়া ধারা—

আমাদের স্মৃতিমেঘ
খুঁজে পাবে কোন্ কূপ !
জলাশয় জলাধার
হাওড়বাওড়, খালবিল
নদনদী, পারাবার ।
অরণ্য আলয় তবে;
আমাদের আরো কিছু
বুঝি আছে হারাবার !

সাদাকালো মেঘ কেটে
খেলা করে চোখ চিরে
লুসাইর বুক হেঁটে
সবুজ শ্যামল পটে
জলছবি জলছাপ

জলরং : কর্ণফুলী ।


সংবাদটি শেয়ার করুন