কতভাবেই না মানুষ ফিরে আসে, আসতে পারে—
যদি বুকে ঝাঁপিয়ে পড়ো, বরণ করে নেব
যদি বল, প্রতিশোধ নাও
বল্লমে গেঁথে নেব;
যদি বল, যাচ্ছেতাই কর,
মৌন হাওয়া, নীরব আলো, নিশ্চুপ অন্ধচ্ছ
তছনছ করে দেব;
যদি বল, ফিরিয়ে দাও,
তোমাকে ধ্বংসস্তূপে বিনির্মাণ করব;
যদি বল, গ্রহণ কর,
সূর্যগ্রহণ-চন্দ্রগ্রহণের চে’ কঠিন কিছু নয় …
যদি বল, বর্জন, বাহুগ্রাস থেকে রাহুগ্রাস …
ভয় নেই; চিরকালই তো
তোমাকে ক্ষণিক অর্জন করেছি, মাত্র; কোনো দিন তো তোমাকে চিরদিনের করে পাইনি, চিরটাকাল তুমি এই;
শোন, মন দিয়ে, রোজ কেয়ামতের দিন …
আমার আগেই তোমাকে
নূহের নৌকায় ঠেলে দেব;
মনে রেখ, হাশরের ময়দানে …
তোমার আগেই চূড়ান্ত ও চরম দন্ড
মাথা পেতে নেব আমি;
এই এক দফা এক দাবি, আর্জি আমার
চরম করুণাময়,
তোমার হাওয়ার আগে
এই আমাকে এই অধমকে
এই আদমকে এই আদমিকে
শাস্তি দিও
শান্তি দিও
স্বস্তি দিও !,