কমলগঞ্জে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী
মৌলভীবাজার প্রতিনিধি | মৌলভীবাজারের কমলগঞ্জে “পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এই শ্লোগানে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। এই মেলায় দেশি বিদেশি নানা প্রকার ৩০টি প্রাণির প্রদর্শনীর স্টল দেয়া হয়েছে।
শনিবার (৫ জুন) সকালে উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রাণিসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। পরে উপস্থিত অতিথিবৃন্দ স্টল পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আ.লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা ডা: হেদায়েত আলী।
বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানে সেরাদের মাঝে বিভিন্ন ক্যাটাগেরিতে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান