ত্রয়ী কবিতা | পুলক বড়ুয়া
১.
অজ্ঞতা
কী দেব ?
কিছুই দেবার নেই !
অন্ধ-বধির কৃতজ্ঞতা ছাড়া ।
বেশি হলে দিতে পারি,
একগোছা রজনীগন্ধা, একটি গোলাপ,
একগুচ্ছ পুষ্পস্তবক, একটি পুষ্পমাল্য;
বড়জোর ছন্নছাড়া শূন্য-ধন্যবাদ ।
বাকি সব অচল, বাদ ।
মোড়ক বলতে এটুকুই
পরিত্যক্ত-ছাতাপড়া প্রাকৃত-অজ্ঞতা ।
২.
এস
এস শূন্যতা
হও পূর্ণতা
এস নগ্নতা
হও মগ্নতা
এস ছন্দ
খোলো বন্ধ
এস আনন্দ
এস সুগন্ধ
এস লুপ্ত
এস গুপ্ত
এস সুপ্ত
হও উপ্ত
এস মুক্ত
কর যুক্ত
এস উক্ত
হও ভুক্ত
৩.
একদা
একদিন বিলীন হয়ে যাব—
কেউ থাকব না,
কিন্তু, আমরা ছিলাম ।
তাই, থাকার মতো থাকি না, কেন ?