দেশের সংবাদ

২৪ ঘণ্টায় আরো ৩৭ জনের মৃত্যু, আক্রান্ত ২৭৭২ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনা শনাক্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৯৬৫ জন। এছাড়া একই সময়ে আরো দুই হাজার ৭৭২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। ফলে সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়ালো দুই লাখ ২৬ হাজার ২২৫ জনে। আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৮১টি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৫৬ শতাংশ। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ লাখ ২৪ হাজার ৪১৭ টি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮০১ জন। এ নিয়ে সুস্থ হলেন মোট এক লাখ ২৫ হাজার ৬৮৩ জন।

উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে এ ভাইরাস। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ই মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ই মার্চ।

সূত্রঃ মানবজমিন

বাঅ/এমএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন