এ কারণেই ফলেনা তায় আউশ ধানের ফসল।
জলাবদ্ধ না হলে তায় ফলতো আউশ আরো।
খরচাপাতি বাদ দিয়ে তায় খাদ্য হয়ে যায়।
কতো কৌশল করে কৃষক মাছগুলোকে পেতে।
আবার কেউবা ফাঁদ পেতে তায় মাছ ধরাতে মেতে।
জালের উপর দিয়েই চলে নৌকা তুলে পাল।
কদম গাছের ছায়ায় বসে চাইলো নিতে জিরে।
হাল ছেড়ে তাই সবুজ মাঝি নাও করেছে খাড়া।
ভাবলো মনে তোকেরে মাছ ধরবো আমি আজি।
সুমন আলীর ফান্দা জালটি ভরে আছে মাছে।
সুমন আলী দুর থেকে তা করতে পেলো আচ।
দেখতে পেলো মাছগুলো সব যাচ্ছে মাঝি নিয়ে।
এক আছাড়ে নদীর পাড়ে ফাটাবো আজ ভুরি।
জোর দিয়ে সে বলে ও ভাই জালটি তোমার নয়।
বলছে আমায় তুলে নিতে তারই পাতা জাল।
বিপদ দেখে মাঝি শেষে মাছের দাবী ত্যাগে।
এ জীবনে এমন ভুল আর করবোনা ফের আমি।
চুরি করা মালগুলো সব ফেরত দিয়ে দিতো।
০৩/০৮/২০২০ খ্রিস্টাব্দ।