দেশের সংবাদ

১৫০তম দিনে মৃত্যু ৫০ জনের আক্রান্ত ১৯১৮


১৫০তম দিনে মৃত্যু ৫০ জনের আক্রান্ত ১৯১৮

দেশে একদিনে করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ২৩৪ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৯১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ লাখ ৪৪ হাজার ২০ জন।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে ৭ হাজার ৭১২টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯১৮ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।

 

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন