সাহিত্য ও কবিতা

তুমুল শ্রাবণী শরে বিপন্ন বুলেট |||| পুলক বড়ুয়া


তুমুল শ্রাবণী শরে বিপন্ন বুলেট |||| পুলক বড়ুয়া


নীলিমার মন ভালো নেই
শ্যামলীর চোখ আলোহীন
মেঘগুলো কাঁদো কাঁদো

 


পানি কিংবা জলহীন নিঃশব্দ ক্রন্দসী
অশ্রুর অক্ষরগুলো পাথর-পাথার
জমাটি-জম্পেশ শূন্য হিমানী-হিমাঙ্ক থিতু
শোকের শেকড় ছেড়ে শিখর চূঁড়োয়
শেষতম বিসর্জন

আমার স্বরাট স্বর
পার্শ্বপ্রতিক্রিয়াসম্পন্ন ব্যঞ্জনলিপি
ছিন্নভিন্নবিদ্ধ বদ্ধ-উচ্চারণ
আহত পাখির মতো
দেশহীন মানুষের মতো
উদ্বাস্তু সময়

পোষা তোতা পাখির মতোন
মুখস্ত-শেখানো বুলিতে অরুচি বমি
সহজ-সরল নিঃশ্বাস-প্রশ্বাস সংক্রমণ
কর্পুরের মতো উবে গেছে বিশুদ্ধ বাতাস

ফেরেনি বিপথগামী বেপথু বুলেট
বিপন্ন ধাতব-হুঙ্কার ঝাঁঝরা বারুদের গন্ধ

শুধু তুমুল-শ্রাবণী শেষশরে
বিজলী ও বজ্রের বর্ষণে
ঝলসিত ভূপাতিত ওরা

মাথা তুলে দাঁড়াতে পারে না


 

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

সংবাদটি শেয়ার করুন