সাহিত্য ও কবিতা

পোড়ামাটি প্রেম |||| পুলক বড়ুয়া


পোড়ামাটি প্রেম

-পুলক বড়ুয়া


১.
ঝঞ্ঝার মতো আমি বুনো উদ্দাম ঝড় হয়ে উঠ
তুমি কী সুন্দরী কাঠ
সুন্দরবনের মতো আমাকে ঠেকিয়ে দাও
ঐ ম্যানগ্রোভ ফরেস্টের মতো আমাকে আহত কর
সুনামির মতো প্রবল উচ্ছ্বাসে তুমি
ছুটে আসো, আছড়ে পড়ো
আমার অবিরল সত্তার সৈকতে
আমি একদা ডুবে যাই
একবার ভেসে উঠি
পুনর্বার প্রস্তুতি নিই
তোমার মুখোমুখি হই

২.
ফুরফুরে হাওয়ায় সাগরের দোলার মতোন
তুমি ঢেউ দিয়ে চলে যাও
হাওয়ার চোখে মুখে সর্বাঙ্গে লেগে থাকে তার দাগ
আমার আপাদমস্তক শূন্যতার সিন্ধুতে অবগাহন করে ছিটেফোঁটা নিয়ে চলে আসে, ফিরে আসে
মনে হয়, আস্থাটা আমার সাগরের হৃদে
তিমি মাছের পিঠের মতো উঁকি দেওয়া দ্বীপ-চর
আকাশের অতল উত্তল থেকে
অমূর্তে লটকে থাকে
নি:শ্বাস-প্রশ্বাসজুড়ে অম্লজান অঙ্গার-দ্বিঅম্লজানের মতোন
আলো আর অন্ধকারের মতোন দিনরাত্রির মতোন
জ্বলে আর নেভে আসে-যায় ওঠানামা করে

মৃত্তিকার বুকে স্থাণু-প্রেম : পোড়ামাটির পোড়োজমির অশিল্পকর্ম হয়ে আজও দাঁড়িয়ে

 





সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

সংবাদটি শেয়ার করুন