সাহিত্য ও কবিতা

শ্রদ্ধাঞ্জলি এম সাইফুর রহমান ||||  বিশ্বজিৎ মানিক


শ্রদ্ধাঞ্জলি এম সাইফুর রহমান ||||  বিশ্বজিৎ মানিক

পাশাপাশি বাড়ি তুমি প্রতিবেশী
এম সাইফুর রহমান
আজকের দিনে প্রয়াণ দিবসে
জানাই প্রভূত সম্মান।

মৌলভীবাজার এর গর্ব তুমি
এ জেলার অহংকার
একাধিক বার করেছিল মন্ত্রী
তোমার দলীয় সরকার।

গর্বিত তুমি নহে শুধু এ জেলায়
গর্বিত সারা দেশে
রেকর্ড করেছ সংসদে তুমি
জাতীয় বাজেট পেশে।

তোমার অবদানে আমাদের জেলায়
হয়েছে কতো উন্নয়ন
অনেকের ভালোবাসা পেয়েছ তুমি
পেয়েছ শ্রদ্ধার আসন।

অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নে
তুমি সাফল্যের রূপকার
তোমার বদান্যতায় এসেছিল দেশে
রাজনীতির ব্যাপক সংস্কার।

কখনো এম পি কখনো মন্ত্রী
কখনো রাজনৈতিক নেতা
মননে মানসে জনদরদী ছিলে
ছিলে স্বাধীন চেতা।

মানুষের হৃদয়ে স্থান করে নিতে
তোমার জাদুকরী প্রতিভা
ফুটে উঠেছিল সময়ের সাথে
মানবকল্যানে গৃহীত সেবা।

কর্মের মাঝেই বাঁচতে চেয়েছিলে
অনন্ত কাল ধরে
পথ দূর্ঘটনায় চলে গেলে তুমি
বিশ্বের মায়াজাল ছেড়ে।

একাদশ বৎসর চলে গেল কিভাবে
সময় বহিয়া যায়।
আজো দেখ সবে তোমার বিদায়ে
গভীর শ্রদ্ধা জানায়।

০৫/০৯/২০২০ খ্রিস্টাব্দ।




সংবাদটি শেয়ার করুন