রাশিয়ার করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক-ফাইভ’ গণহারে প্রয়োগ শুরু হয়েছে। টিকা নেয়া ব্যক্তিরা সুস্থ আছেন বলে নিজেরাই জানিয়েছেন। শিগগিরই দেশব্যাপী ভ্যাকসিন ছড়িয়ে দেয়ার আশা কর্তৃপক্ষের। ফলে রাশিয়ার করোনা ভ্যাকসিন সেখানকার প্রবাসী বাংলাদেশিরাও পাবেন বলে আশা প্রকাশ করেছেন।
করোনাভাইরাসের ভ্যাকসিন শুধু নিজ দেশেই নয়, বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করছে রাশিয়া। ইতোমধ্যে রাজধানী মস্কোয় বিনামূল্যে অন্তত ৪০ হাজার মানুষকে গণহারে টিকা দেয়ার কর্মসূচি শুরু হয়েছে। ইতোপূর্বের ঘোষণা অনুযায়ী, দেশটির চিকিৎসক ও শিক্ষকরাও পাচ্ছেন টিকা। যা গ্রহণ করে, সম্পূর্ণ সুস্থ আছেন আন্দ্রে স্কোডা নামের মস্কোর এক চিকিৎসক।
তিনি বলেন, ‘একজন চিকিৎসক হিসেবে, আমি ভ্যাকসিন গ্রহণ করেছি। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া টের পাচ্ছি না, খুব ভালো আছি’।
রাশিয়ায় থাকা বাংলাদেশি চিকিৎসকরাও বলছেন, তারাও কিছু দিনের মধ্যে টিকা গ্রহণ করবেন। তাদের পরামর্শ, আলোচনার ভিত্তিতে বাংলাদেশ যেন, ভ্যাকসিন দেশে নিয়ে আসে।
‘স্পুটনিক-ফাইভ’-এর ট্রায়াল বেশ কয়েকটি দেশে একাধারে চলছে। এই দেশগুলো দ্রুতই তাদের নাগরিকদের জন্য গণহারে প্রয়োগের টিকা পাবে। ভারতের পর এবার সৌদি আরবেও রুশ প্রথম ভ্যাকসিনের উৎপাদন হবে বলে জানা গেছে।
সাইবেরিয়ার ভিক্টর ভাইরোলজি ইনিস্টিটিউটের তৈরি রুশ দ্বিতীয় ভ্যাকসিন, দ্বিতীয় ধাপের ট্রায়াল শেষ করেছে। এটি সম্পূর্ণ নিরাপদ বলে এখন পর্যন্ত বিবেচিত হচ্ছে। ‘স্পুটনিক-ফাইভ’-এর পাশাপাশি এই টিকাও বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার পরিকল্পনা পুতিন প্রশাসনের।
চীনও বসে নেই একেবারেই। শিল্পোন্নত দেশগুলোর জোট জি-টোয়েন্টির দেশগুলোকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আহ্বান জানিয়েছেন, দেশগুলো যেন সবার জন্য সুলভ মূল্যে ভ্যাকসিন পৌঁছে দিতে কাজ করে। টেলিফোনে সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজের সঙ্গে এ নিয়ে দীর্ঘ আলোচনা করেন শি।
সুত্রঃ সময় টিভি নিউজ
বাঅ/এমএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন