প্রবাসের সংবাদ

যুক্তরাষ্ট্রে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

জালালাবাদ অ্যাসোসিয়েশনের
নতুন কমিটিকে শপথ করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার মঞ্জুর চৌধুরী। ছবি: এনআরবি নিউজ।
এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে
বিজয় দিবসের আমেজে অভিষিক্ত হলো জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের নতুন কমিটি। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বেলজিনো পার্টি হলে এ উপলক্ষে রবিবার সন্ধ্যায় আনন্দ-উচ্ছ্বাস, শুভেচ্ছা-অভিনন্দনের মেলা বসেছিল জালালাবাদবাসীর।প্রধান অতিথি নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়েজুননেসাও বক্তব্যে সিলেটি ভাষার অবতারণা করে সকলকে ভিন্ন এক আমেজে ভাসিয়ে নেন।

অ্যাসোসিয়েশনের বিদায়ী সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরীর পরিচালনা এবং বিদায়ী সভাপতি বদরুল এইচ খানের সভাপতিত্বে নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার মঞ্জুর চৌধুরী। মঞ্জুর চৌধুরী সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নে সর্বাত্মক সহায়তার জন্যে। সমঝোতার মধ্যদিয়ে নির্বাচিতরা হযরত শাহজালাল (র.) এর পুণ্যস্মৃতি বিজড়িত জালালাবাদের ইতিহাস-ঐতিহ্যের পরিপূরক কাজ অব্যাহত রাখবেন বলে আশা করেন তিনি।এ সময় কমিশনের সদস্য আনোয়ার চৌধুরী, ইকবাল আহমদ মাহবুব ও সৈয়দ কামাল উদ্দিন আহম্মদও মঞ্চে ছিলেন।

অভিষিক্তরা হলেন- সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, সহ-সভাপতি আহবাব হোসেন চৌধুরী, মোহাম্মদ জুসেফ চৌধুরী, মোহাম্মদ শফি উদ্দিন তালুকদার ও মঞ্জুর হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেফাজ, সহ-সাধারণ সম্পাদক লোকমান হোসেন, কোষাধ্যক্ষ ময়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মানিক আহমেদ, প্রচার ও দফতর সম্পাদক বোরহান উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শরিফুল হক মঞ্জু, ক্রীড়া সম্পাদক শাহীন কামালী, আইন ও আন্তর্জাতিক সম্পাদক শামিম আহমেদ মনির, সমাজ কল্যাণ সম্পাদক মো. জামিল আনসারী, মহিলা বিষয়ক সম্পাদক সুতিপা চৌধুরী, কার্যকরী সদস্য : হেলিম উদ্দিন, মান্না মুনতাসির, রুকন হাকিম ও মিজানুর রহমান।

শপথ গ্রহণের পর নতুন সভাপতি ময়নুল হক চৌধুরী হেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজের পরিচালনায় অনুষ্ঠানের পরবর্তী কার্যক্রম শুরু হয়।

প্রবাসে জালালাবাদবাসীর মধ্যেকার ঐক্য সমুন্নত রাখতে নতুন কমিটির চেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদ পোষণ করে বক্তব্য রাখেন কন্স্যুলেটের ফার্স্ট সেক্রেটারি শামীম হোসেন, ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, বদরুন্নাহার খান মিতা, উপদেষ্টা এম এ সালাম, আব্দুস শহীদ, এডভোকেট নাসির উদ্দিন, সাবেক কর্মকর্তা আজিজুর রহমান রানা, আতাউর রহমান সেলিম, আবদুল হাসিব মামুন. আতাউল গনি আসাদ, বাংলাদেশ সোইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, এম এ জলিল প্রমুখ।

অভিষেক এবং বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ‘শ্রীহট্র সংলাপ’ শিরোনামে তথ্য সমৃদ্ধ একটি স্মরণিকা প্রকাশ করে।

উল্লেখ্য, প্রবাসের অন্যতম বৃহত্তম আঞ্চলিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০১৯-২০২১ মেয়াদের এ নির্বাচন ২৭ অক্টোবর অনুষ্ঠিত হয়। এটিকে প্রবাসের অন্যতম বৃহত্তম আঞ্চলিক সংগঠন হিসেবে মনে করা হলেও এখন পর্যন্ত নিউইয়র্কে নিজস্ব একটি ভবন প্রতিষ্ঠায় সক্ষম হয়নি। অথচ উপজেলা পর্যায়ের অনেক সংগঠনেরই নিজস্ব ভবন হয়েছে অনেকদিন আগে। এই ঘাটতির অবসান ঘটাতে দায়িত্ব গ্রহণকারীরা সকলের আন্তরিক সহায়তা চেয়েছেন।

বিজয়ের গানে শুরু হওয়া অনুষ্ঠানের সমাপ্তি ঘটে মনোমুগ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। সকলেই ঘরে ফিরেছেন সম্প্রীতির বন্ধন সুসংহত করার সংকল্পে। looking-for-a-job

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =