ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫ কোটি ১৭ টাকা মূল্যের স্বর্ণের বারসহ দুবাইফেরত এক যাত্রীকে আটক ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ শাখার কর্মকর্তারা।
বুধবার সকালে বিমানবন্দরের বোর্ডিংব্রিজ এলাকা থেকে মোহাব্বত আলী নামের ওই যাত্রীকে আটক করা হয়।
ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ শাখার ডেপুটি কমিশনার মো. মারুফুর রহমান সমকালকে জানান, দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৫ ফ্লাইটটি সকাল সোয়া ৮টার দিকে বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানবন্দরের বোর্ডিংব্রিজ এলাকায় ওই ফ্লাইটের যাত্রী মোহাব্বত আলীকে তল্লাশি করে তার কোমরে লুকানো অবস্থায় ৬০টি স্বর্ণের বার পাওয়া যায়।
তিনি জানান, স্বর্ণের বারগুলোর মোট ওজন ৬ কেজি ৯০০ গ্রাম। দাম প্রায় ৫ কোটি ১৭ লাখ টাকা।
মারুফুর রহমান আরও জানান, আটক মোহাব্বত আলীর বাড়ি নারায়ণগঞ্জে। তিনি স্বর্ণপাচার চক্রের একজন ক্যারিয়ার। তার পাসপোর্ট যাচাই করে প্রতিমাসেই বিদেশ যাতায়াতের তথ্য মিলেছে। বিমানবন্দর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সূত্রঃ দৈনিক সমকাল
বাঅ/এমএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন