বিশ্বচিত্র- মিনিটে এক জনের মৃত্যু যুক্তরাষ্ট্রে
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে এক দিনে এক হাজার ৭০৭ জনের মৃত্যু হয়েছে। এ হিসাবে প্রতি মিনিটে একজনের বেশি মারা গেছেন দেশটিতে। গত ১৭ নভেম্বর এ দুর্ভাগ্যজনক রেকর্ড হয় বলে জানিয়েছে জনস হপকিন্স ইউনিভার্সিটি। গত ছয় মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে এদিন সবচেয়ে বেশি লোকের মৃত্যু হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ মৃত্যু হয়েছিল গত ১৫ এপ্রিল। সেদিন মারা যান দুই হাজার ৬০০ লোক। দেশটিতে গতকাল সোমবার পর্যন্ত এ মহামারিতে সোয়া কোটি লোক আক্রান্ত এবং দুই লাখ ৬০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংক্রমণ ও মৃত্যু উভয় ক্ষেত্রেই বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পাশাপাশি আরও কয়েকটি দেশে করোনার ভয়াবহ সংক্রমণ চলছে। রাশিয়ায় এক দিনে ২৫ হাজার ১৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এটিই দেশটিতে এক দিনে সর্বোচ্চ সংক্রমণ। ইন্দোনেশিয়ায় আরও চার হাজার ৪৫২ জনের সংক্রমণের মাধ্যমে দেশটিতে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। গতকাল করোনায় ১১৮ জনের মৃত্যু হয়েছে দেশটিতে।
করোনার তৃতীয় তরঙ্গে বিধ্বস্ত হচ্ছে ইরান। গতকাল সেখানে ৪৫৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় প্রাণহানি ৪৫ হাজার ছাড়িয়ে গেছে। করোনায় মধ্যপ্রাচ্যের মধ্যে সবেচেয়ে বেশি লোক মারা গেছেন ইরানে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১২ হাজার ৬৪০ নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে আট লাখ ৬৬ হাজারের বেশি কভিড রোগী পাওয়া গেছে। কর্তৃপক্ষ জানায়, দেশটিতে এখনও সংকটাপন্ন কভিড রোগী রয়েছেন পাঁচ হাজার ৮১২ জন।
এসএস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন