নাইজেরিয়ায় ʿ১৫তম আবুজা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২০’-এ বাংলাদেশের অংশগ্রহণ
নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশন ১৫তম আবুজা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (15th Abuja International Trade Fair)-এ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। আবুজা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসিসিআই)-এর উদ্যোগে আয়োজিত এবারের বাণিজ্য মেলার (২৪ নভেম্বর-০৪ ডিসেম্বর,২০২০) প্রতিপাদ্য ছিল ‘‘ট্রেড এন্ড কমার্স বিইয়ন্ড বর্ডার্স”(সীমানা পেরিয়ে ব্যবসা-বাণিজ্যের প্রসার)। মেলা চলাকালে বাংলাদেশের স্টলে ছিল উপচে পড়া ভীড়। দর্শর্নার্থী, ব্যবসায়ী, উদ্যোক্তা ও সম্ভাবনাময় আমদানিকারকদের মুখে ছিল বাংলাদেশের পণ্য সম্ভারের উচ্ছ¡সিত প্রশংসা। মিশনের আগ্রহে মেলার সাইড লাইনে অনুষ্ঠিত বৈঠককালে কয়েকটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশের পাশাপশি বাংলাদেশের পণ্য আমদানির আগ্রহও ব্যক্ত করেন। মেলার শেষ দিনে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার জনাব বিদোষ চন্দ্র বর্মনের নিকট একটি সার্টিফিকেট হস্তান্তর করেন আবুজা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাহী পরিচালক।
সরকারের অর্থনৈতিক ক‚টনীতির নীতি অনুসরণ পূর্বক বাংলাদেশ হাইকমিশন উক্ত বাণিজ্য মেলায় অংশ গ্রহণ করে যা নাইজেরিয়ার শিল্প, ব্যবসা ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী জনাব অতুনবা রিচার্ড আদেনিয়ী আদেবায়ো (Mr. Otunba Richard Adeniyi Adebayo) নাইজেরিয়ার ফেডারেল ক্যাপিটাল টেরিটরি বিষয়ক মন্ত্রী জনাব মোহাম্মদ মুসা বেলো (Alh. Muhammad Musa Bello) ও আবুজা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট জনাব প্রিন্স আডেটোকুনবো (Prince Adetokunbo Kayode)সহ অন্যান্যের উপস্থিতিতে ২৬শে নভেম্বর ২০২০ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার বিদোষ চন্দ্র বর্মন ছাড়াও অনেক দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রীদ্বয় বাংলাদেশ স্টল ঘুরে দেখেন এবং স্টলে সাজানো পণ্যের প্রশংসা করেন।
রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্যের পসরা দিয়ে সাজানো হয় বাংলাদেশের বৃহৎ স্টল। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঔষধ, সিরামিক পণ্য, পাট ও চামড়াজাত পণ্য, তৈরি ও নীট পোশাক, হস্তশিল্প, চা, বৈদ্যুতিক ও ইলেকট্রিক দ্রব্য এবং কৃষিজাত পণ্য। স্টলে মিশনের নিজস্ব সংগ্রহ ছাড়াও বাংলাদেশের বিখ্যাত কয়েকটি কোম্পানি (ওয়াল্টন গ্রæপ, মন্নু সিরামিকস, এসিআই লি.,মন্ডল গ্রæপ/এ্যাপোলো ফ্যাশন্স) কর্তৃক উপহার স্বরূপ প্রদত্ত রপ্তানিযোগ্য পণ্য প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল। রপ্তানি পণ্য ছাড়াও বিনিয়োগ, বাণিজ্য, পর্যটন সম্ভাবনা ইত্যাদি বিষয়ে অনেক প্রকাশনা এবং বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রা-র ওপর বিভিন্ন আকর্ষণীয় ব্যানার ও পোস্টার দিয়ে স্টলটিকে সুসজ্জিত করা হয়। একইসাথে, প্রামাণ্য চিত্রের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, উন্নয়ন কর্মকান্ড এবং বিনিয়োগের সুবিধাদি তুলে ধরা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে বাংলাদেশ মিশন, আবুজা স্বাগতিক দেশসহ সমবর্তী দায়িত্বপ্রাপ্ত দেশ গুলোতে বিদ্যমান বাজার সম্প্রসারণের পাশাপাশি নতুন সম্ভাবনাময় বাজার অনুসন্ধানের লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে নিবিড়ভাবে কাজ করে চলেছে। এর ধারাবাহিকতায় নাইজেরিয়ার বিভিন্ন মেলায় (২০১৮-২০১৯) সক্রিয় অংশ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ হাইকমিশন এ যাবৎ ৬টি শ্রেষ্ঠ অংশগ্রহণকারীর পুরষ্কার লাভ করেছে। উল্লেখ্য, ২০ কোটি অধিবাসী অধ্যুষিত নাইজেরিয়া আফ্রিকার বৃহত্তম অর্থনীতি এবং পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ।
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন