বিশ্ব

তুর্কি নেতার সম্মানে আজারবাইজানের বিজয় দিবস পরিবর্তন

তুর্কি নেতার সম্মানে
ছবিঃ সংগৃহীত

তুর্কি নেতার সম্মানে আজারবাইজানের বিজয় দিবস পরিবর্তন

নাগারনো-কারাবাখ নিয়ে যুদ্ধে ১০ নভেম্বর জয়ী হয়েছে আজারবাইজান। এজন্য প্রতি বছর ১০ নভেম্বর বিজয় দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছিল দেশটি।

কিন্তু ওই দিনটি আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তাফা কামাল আতাতুর্কের মৃত্যু দিবস হওয়ায় দু’দিন পিছিয়ে আজারবাইজান ৮ নভেম্বরকে বিজয় দিবস হিসেবে নির্ধারণ করেছে।

আজেরি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ নিজে এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।

আজারবাইজানের জাতীয় নেতা ও প্রয়াত প্রেসিডেন্ট হায়দার আলিয়েভ বলেছিলেন, কামাল আতাতুর্ক যেমন তুরস্কের মানুষের কাছে শ্রদ্ধাভাজন ও প্রিয় ব্যক্তি, ঠিক আমাদের আজারবাইজানিদের কাছেও তিনি শ্রদ্ধাভাজন প্রিয়।

মুস্তাফা কামাল আতাতুর্ক বলেছিলেন, আজারবাইজানের আনন্দই আমাদের আনন্দ। তাদের দুঃখই আমাদের দুঃখ।

আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধে আজারবাইজের প্রধান সমর্থক ছিলো তুরস্ক। শুধু কূটনৈতিক সমর্থনই নয়, সামরিক সহায়তাও করেছে এরদোয়ান সরকার। বিশেষজ্ঞরা বলছেন, তুরস্কের দেয়া টিবি-২ ড্রোনই কারাবাখ যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে।

 

সূত্রঃ সময়ের কন্ঠস্বর

বাঅ/এমএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন