বিশ্ব

কাবুলে গাড়ি বোমা হামলায় ৪ চিকিৎসক নিহত

বোমা হামলায়
ছবিঃ সংগৃহীত

আফগানিস্তানের কাবুলে গাড়ি বোমা হামলায় চার চিকিৎসকসহ পাঁচ জন নিহত হয়েছেন। নিহত চিকিৎসকরা কাবুলের একটি কারাগারে দায়িত্বপ্রাপ্ত ছিলেন যে কারাগারের বন্দীদের মধ্যে কয়েকশ তালিবান জঙ্গি আছেন।

পুলিশের বরাতে গনমাধ্যম জানায়, নিহতদের মধ্যে তিন জন নারী চিকিৎসক, এক জন পুরুষ চিকিৎসক ও গাড়ির চালক ছিলেন। মঙ্গলবার ভোরে ওই বিস্ফোরণে আরও দুজন আহত হয়েছেন।

জানা গেছে, ডাক্তাররা পুল-এ-চারকি নামের একটি কারাগারে যাওয়ার সময় ওই বোমা বিস্ফোরণ ঘটে। বোমাটি চুম্বকের সাহায্যে গাড়িটিতে আটকে রাখা হয়েছিল।

এখনও পর্যন্ত ওই কোনো গোষ্ঠী এ বোমা হামলার দায় স্বীকার করেনি।

আফগান ও তালেবানের মধ্যে সমঝোতা আলোচনার মধ্যেই সম্প্রতি দেশটিতে সহিংসতা বেড়েছে। কাবুলে গত দুই মাসে জঙ্গি হামলায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

হামলার ধরন থেকে ধারণা করা হচ্ছে মূলত সাংবাদিক, অধিকার কর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্বদের লক্ষ্য করেই হামলা চালানো হচ্ছে। সাম্প্রতিক বেশ কয়েকটি হামলায় চুম্বক দিয়ে যানবাহনে লাগানো বোমা ব্যবহার করা হয়েছে।

সূত্রঃ দ্য ডেইলি ষ্টার

বাঅ/এমএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন