জীবন ও স্বাস্থ্য

অ্যান্টার্কটিকায় প্রথমবারের মতো ৩৬ জনের করোনা শনাক্ত


অ্যান্টার্কটিকায় প্রথমবারের মতো ৩৬ জনের করোনা শনাক্ত

পুরো পৃথিবীর মধ্যে করোনাভাইরাস মুক্ত ছিল অ্যান্টার্কটিক মহাদেশ। এবার প্রাণঘাতী ভাইরাসটি পৌঁছে গেছে সেখানেও। এখন পর্যন্ত মোট ৩৬ করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে অ্যান্টার্কটিকে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অ্যান্টার্কটিক উপদ্বীপে বার্নার্ডো ও’হিগিনস গবেষণা স্টেশনে ৩৬টি করোনা পজিটিভ ফলাফল পাওয়া গেছে বলে জানিয়েছে চিলির সেনাবাহিনী। করোনা সংক্রমিত ৩৬ জনের মধ্যে ২৬ জন সেনা সদস্য, বাকি ১০ জন রক্ষণাবেক্ষণ কর্মী। তাদের চিলিতে সরিয়ে নেওয়া হয়েছে।

এ খবরটি তখন পাওয়া গেল, যখন চিলির নৌবাহিনী একটি জাহাজ সরবরাহকেন্দ্রের কর্মীদের গবেষণা স্টেশনে নিয়ে গিয়েছিল। সেখানে তিনজন করোনা আক্রান্ত ছিল।

বিবিসি জানিয়েছে, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনােএবার সাতটি মহাদেশেই সংক্রমিত হয়ে পড়লো। সার্জেন্টো অ্যালডিয়া নামে জাহাজটি গত ২৭ নভেম্বর গবেষণা স্টেশনে যাত্রা করে ১০ ডিসেম্বর চিলিতে ফিরে আসে। এই জাহাজটিরই তিনজন ক্রু নমুনা পরীক্ষা করিয়ে করোনা পজিটিভ শনাক্ত হন।

এদিকে চিলির নৌবাহিনী বলছে, অ্যান্টার্কটিক ভ্রমণে যারা গিয়েছিলেন, তাদের সবারই পিসিআর পরীক্ষা করান হয়েছিল। তারা করোনা নেগেটিভ ছিলেন।

বার্নার্ডো ও’হিগিনস গবেষণা কেন্দ্রটি চিলির চারটি স্থায়ী ঘাঁটির মধ্যে একটি। এটি অ্যান্টার্কটাতে চিলি সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয়। করোনার ল্যাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে অন্যতম ক্ষতিগ্রস্থ দেশ চিলি। দেশটিতে এখন পর্যন্ত মোট ৫ লাখ ৮৫ হাজার জন করোনায় আক্রান্ত হয়েছেন।


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন