পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় অন্তত ৭ সেনা সদস্য নিহত হয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
খবরে বলা হয়, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হারনাই জেলায় রোববার সকালে এ হামলা চালায় বন্দুকধারীরা। এ হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।
বেলুচিস্তানের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা শাউলি তারিন নিহতের সংখ্যা আরও একজন বাড়িয়ে বলেছেন। তিনি জানান, বন্দুকধারীদের সঙ্গে গুলিবিনিময়ে নিহতদের মধ্যে আধাসামরিক বাহিনীর ছয় সদস্য এবং দুজন বেসরকারি দেহরক্ষী রয়েছেন। গুলিবর্ষণে আরও ছয় সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন।
আফগানিস্তান ও ইরানের সঙ্গে সীমান্তবর্তী বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় ও ভঙ্গুর প্রদেশ। তালেবান ছাড়াও প্রদেশটির স্বাধীনতার দাবিতে একাধিক সশস্ত্র গোষ্ঠী রয়েছে। দেশটিতে এমন হামলা সচরাচর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী চালিয়ে থাকে।
সূত্রঃ আরটিভি অনলাইন
বাঅ/এমএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন