ট্রাম্পের ফোনালাপ ফাঁস: তোলপাড় | বাইডেন, ট্রাম্প জর্জিয়ার পথে
হেলাল উদ্দীন রানা যুক্তরাষ্ট্র থেকে ।। বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প তার পক্ষে নির্বাচনের ফলাফল পাল্টাতে রাজ্যের নির্বাচনী কর্মকর্তাকে চাপ প্রয়োগের ফোনালাপ ফাঁস করেছে মার্কিন মিডিয়া। আমেরিকায় এনিয়ে তোলপাড় চলছে। এদিকে মঙ্গলবার জর্জিয়ার সিনেটের দুটি রানঅফ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনে নিজেদের প্রার্থীর পক্ষে শেষ সময়ের প্রচারে যোগ দিতে নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও বিদায়ী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দু’জনই এখন জর্জিয়ার পথে রয়েছেন। আজ(সোমবার) তাদের নিজ নিজ দলের প্রার্থীদের পক্ষে আয়োজিত পৃথক সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের ভোটের ফলাফল পাল্টাতে জর্জিয়ার সেক্রেটারি অব স্টেটস ব্রেন রেফেনস্প্যারজারকে চাপ প্রয়োগের ফোনকল ফাঁস করে দিয়ছে নিউইয়র্ক টাইমস।এনিয়ে তোলপাড়
শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। আইন বিশেষজ্ঞরা বলছেন, প্রেসিডেন্ট ফেডারেল ও রাজ্যের আইন লংঘন করেছেন এই অনৈতিক কাজের মধ্য দিয়ে। নিউইয়র্ক টাইমস গতকাল ৪ কলাম ব্যাপী লিড নিউজ ছাপে এনিয়ে।
সাথে জুড়ে দেয় প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সেক্রেটারি ব্রেনের কথোপকথনের অডিও টেপ। টাইমসের অডিও টেপ ছিল ৬মিনিট ৪৪ সেকেন্ড দীর্ঘ। তবে এই কথোপকথন স্হায়ী ছিল প্রায় ঘন্টা খানেক। কথোপকথনে সেক্রেটারি ব্রেন ছিলেন খুবই শান্ত। তাকে বারবার মিঃ প্রেসিডেন্ট বলতে শোনা য়ায়। তবে প্রেসিডেন্ট ট্রাম্প খানিকটা হতাশ এবং উত্তেজিত এটা বোঝা গেছে। এদিকে বিখ্যাত ওয়াটার গেইট কেলেংকারি ফাঁসকারী সাংবাদিক কার্ল বার্নস্টেইন বলেছেন, বাইডেনের বিজয় ছিনিয়ে নিতে প্রেসিডেন্ট ট্রাম্পের এই ষড়যন্ত্রের ঘটনা ওয়াটার গেইটের চাইতেও ভয়াবহ। এটা যে কোন প্রশাসনের পতনের জন্য যথেষ্ট। সেক্রেটারি ব্রেন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সপ্তাহান্তের অনৈতিক ফোন কলের জন্য তদন্তের সন্মুখিন হতে পারেন। তার অফিস এনিয়ে একটি তদন্ত করার চিন্তা ভাবনা করছে।
উল্লেখ্য, বার্নস্টেইন ওয়াটার গেইট কেলেঙ্কারি নিয়ে রিপোর্ট করলে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন পদত্যাগ করেন। নব নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন জর্জিয়ার সমাবেশে
ট্রাম্পের কেলেঙ্কারি নিয়ে বক্তব্য রাখতে পারেন। এই কেলেঙ্কারির ঘটনায় জর্জিয়ার নির্বাচনে রিপাবলিকান পার্টির ভোটে বেশ প্রভাব পড়বে বলে মনে হচ্ছে।
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন