কানাডার গভর্নর জেনারেল জুলি পায়েত পদত্যাগ করেছেন
বিদ্যুৎ ভৌমিক, সিবিএনএ নিউজ ডেস্ক ।। কানাডার গভর্নর জেনারেল জুলি পায়েত (Julie Payette) তার গভর্নর জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন গতকল্য বৃহস্পতিবার ২১ জানুয়ারী। গত কয়েক মাস ধরে রিডিউ হলে (Rideau Hall ) গভর্নর জেনারেলের বিরুদ্ধে তার কর্মচারীরা কর্মক্ষেত্রে হয়রানির অভিযোগ করেছিলেন। কানাডার গভর্নর জেনারেল জুলি পায়েতের বিরুদ্ধে কর্মক্ষেত্রে হয়রানির অভিযোগের বিষয়ে একটি নিরপেক্ষ পর্যালোচনাও(রিভিও)ইদানীং সম্পন্ন হয়েছে এবং হয়রানির ক্ষেত্রে পর্যালোচনার বিবরণগুলি “ক্ষতিকারক”হওয়ার রিপোর্টের পরে গভর্নর জেনারেল জুলি পায়েত (Julie Payette) তার পদ থেকে পদত্যাগ করেছেন। ১৯১৭ সালে কানাডার গভর্নর জেনারেল পদে স্বনামধন্য Austranaut জুলি পায়েত (Julie Payette)কে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পছন্দ করে নিয়োগ দেন।
গত বুধবার তার সাথে কথোপকথনের সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জুলি পায়েতকে পদত্যাগ করতে বলেন। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন যে, তিনি জুলি পায়েত (Julie Payette এর পদত্যাগ পত্র গ্রহন করেছেন। জাষ্টিন ট্রুডো আরও বলেন, কানাডার চিফ জাস্টিস রিচার্ড ওয়াগনার অন্তর্বর্তীকালীন ভিত্তিতে কানাডার গভর্নর জেনারেলের দায়িত্ব পালন করবেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক বিবৃতিতে আরও উল্লেখ করেন, “কানাডা সরকারের প্রতিটি কর্মচারীর নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশে কাজ করার অধিকার রয়েছে এবং আমরা এটিকে সর্বদা খুব গুরুত্ব সহকারে নেব। আজকের ঘোষণাটি রিডিউ হলে নতুন নেতৃত্বের জন্য পর্যালোচনা চলাকালীন কর্মীদের দ্বারা উত্থাপিত কর্মস্থলের উদ্বেগের সমাধান করার একটি সুযোগ এনে দেবে।” কানাডার গভর্নর জেনারেল জুলি পায়েত (Julie Payette) তার পদ থেকে পদত্যাগ করার বিষয়টি কানাডার Head of State বৃটেনের রাণী ২য় এলিজাবেথকে জানানো হয়ছে। এখানে উল্লেখ্য গভর্নর জেনারেল কানাডার Head of State বৃটেনের রাণী ২য় এলিজাবেথ এর প্রতিনিধি হিসাবে কানাডায় নিয়মতান্ত্রিক Head of Stateএর দায়িত্ত্ব পালন করেন মাএ।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আরও উল্লেখ করেন যে, নতুন গভর্নর জেনারেলের জন্য সুপারিশগুলি “যথাযথভাবে” কানাডার হেড অব স্টেট রানির কাছে প্রেরণ করা হবে।
Source : CTV NEWS
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন