সাহিত্য ও কবিতা

গুণছি ভুলেই |||| পুলক বড়ুয়া

গুণছি ভুলেই

গুণছি ভুলেই |||| পুলক বড়ুয়া

ভুলে যাওয়া খুবই সহজ
ভুল করা যে তারচে’ সহজ
ভুল স্বীকারই সবচে’ কঠিন

এই যে দিব্যি কাটিয়ে দিলে—এত্তোগুলো বছর
এই যে দিব্যি কাটিয়ে দিলাম—এতোগুলো বছর
এই যে বেভুল দেখাই হলো না
এই যে বেভুল কথাই হলো না
           নিদ্রা-নীরবনীরবতা
কেউ তো নিইনি কারো খবর
ধার ধারিনি একটিবারও, কেউ কারও
কারো কিছু এলো গেলো
কার তাতে কী
যায় আসে কী—তেমন কিছু
কঠিন কিছু, এমন কিছু
জটিল কিছু
নাকি সবই যেমন আছে তেমন আছে
বদলে গেল—বদলে যাবার—বদল হল
হঠাৎ করে উদয় হওয়া হয়তো সহজ
তেমন করে হারিয়ে যাওয়া আরও সহজ
হঠাৎ করে হারিয়ে গেলে কার তাতে কী

—ভুলে গেলেই কীইবা এমন হয়, হওয়ার আছে
বরং উল্টো কিছু, অন্য কিছু, ঘটতে পারে একটা কিছু
—ভুলে গেলে দোষের কথা, দায়ের কথা হয়তো কারও

মনটা বুঝি ছোট্ট-খাট্টো—তাই কী স্বল্প-অল্প :
তার মধ্যেই ঠাঁই মেলে না, ফোঁকর গলে না :
একজীবনের অনেক কথাই ধীরেই ভুলেই যাই :
আত্মপরের মতোন কেবল আত্মপ্রকাশ
স্বার্থপরের মতোন কেবল স্বমেহন
স্বার্থপরের মতোন কেবল সমস্ত
নিজে নিজে সবাই কেবল যে যার মতোন

ভুলকে ভুলেই বেভুল কবুল
ভুলকে ভুলেই তুমুল কবুল
ভুলকে ভুলেই আমূল কবুল

গুণছি বৃথাই  ভুলের মাসুল
গুণছি ভুলেই ভুলের মাসুল
গুণছি ভুলেই ভুলকে ভুল
গুণছি ভুলেই ভুল নির্ভুল
গুণছি ভুলেই নির্ভুল ভুল !

সংবাদটি শেয়ার করুন