অভিযাত্রী আমি ||||| বিশ্বজিৎ মানিক
অভিযাত্রী আমি – অভিযান হলো নেশা মোর
আবিস্কারের পিছনে দৌড়াই সদা – কাটাতে মনের ঘোর।
পেতে চাই আমি তথ্য সকল – ইতিহাস নির্ভর
হোকনা সে গিরিগুহা – কিবা ভঙ্গুর কুঁড়েঘর।
সাগরের তলদেশে ডুব দিয়ে কুড়াই – মুক্তা রত্নরাজি
সত্যের পিছনে দৌড়াই আমি – ধরিয়া জীবন বাজি।
মিথ্যার বেসাতি করে যারা সদা – তাদেরে করি ঘৃণা
বয়স হয়েছে যতটুকু মোর – মানুষেরে হয়েছে চেনা।
কথা বলি আমি সরল ভাষায় – করি নাকো অভিনয়
অচেনার সাথে চেনা হয়ে যায় – হয়ে যায় পরিচয়।
বেদনায় ভরে মনপ্রাণ জুড়ে – প্রতারিত হয়ে গেলে নিজে
কোনদিন আমি দেই নাতো ফাঁকি – কোন কালে কোন কাজে।
আমি পবন পুত্র হনুমান সেজে – সঞ্জিবনী করি অনুসন্ধান
মহাবলশালী লক্ষ্মণ ভায়ার – বাঁচিয়ে দিতে প্রাণ
গন্ধমাদন পর্বত আমি – মস্তকে করি ধারণ
আগে চলে যদি ছোট কোন জন – করিনা কখনো বারণ।
বয়স হয়েছে বেশ – হয়ে গেছে মাথা ফাকা
অনুসন্ধানী চোখ দেখে যদি কিছু – মেলে ধরি দুই পাখা।
যতো দুর হোক যাবো সেথা উড়ে – আনতে মুকুল তুলে
ন্যাড়া মাথা বাবু বয়স হয়েছে – যাই সদা নিজে ভুলে।
২৫/০১/২০২১ খ্রিস্টাব্দ।
এস এস/সিএ