একতার ফসল |||| বিশ্বজিৎ মানিক
আমি হিন্দু আমি মুসলমান – কিবা বৌদ্ধ খৃষ্টান
ধর্ম পরিচয় যাই হোক মোর – এই মাটির সন্তান।
দেশ মাতা মোর এই বঙ্গভূমি – বাংলা আমার ভাষা
এই বঙ্গেতে জন্মিয়া কখনো – হইনি তো কৃষ্টি নাশা।
কতো মহাজন জন্মিয়া বাংলায় – লড়েছিল ভাষার তরে
ভাষার স্বীকৃতি আদায়ে রাজপথে – কতো না রক্ত ঝরে।
বিজাতীর কোপানলে দণ্ডিত কতো – দেশের দামাল ছেলে
হয়নি কোনঠাসা বাহুবলী সব – পাঁজর দিয়েছিল খুলে।
রক্তপিপাসু হায়েনার দল – করে দিতে চেয়েছিল মেচাকার
বশ্যতা মানেনি প্রতিরোধে নেমেছিল – নির্দেশ দিয়েছিল রূপকার।
বাধ্য হয়েছিল শত্রু শাসক – স্বীকৃতি দিতে মোর ভাষা
স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল – অন্তরে জেগেছিল আশা।
জোট বেঁধেছিল বঙ্গের শার্দূল – ভেদাভেদ ছিলনা মনে
থাকা যাবেনা আর নয় থাকা – ঘাতক শাসকের সনে।
শানিত খঞ্জর হাতে তুলে নেয় – কিশোর ভাইটি আমার
আঘাতের বদলে করবোই প্রতিঘাত – সময় নেই অপেক্ষার।
হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান – ধরেছিল হাতে হাত
মিলনের ফলে জেগেছিল বাংলায় – নতুন সূর্যের প্রভাত।
হও আগুয়ান ভেদাভেদ ছেড়ে – আগেকার মতো হও এক
যে কথাটি মোদের শিখিয়ে গিয়েছেন – টুঙ্গিপাড়ায় শায়িত শেখ।
২৮/০১/২০২১ খ্রিস্টাব্দ।
এস এস/সিএ