খেলা

শমশেরনগর গোল্ডকাপ ফুটবল আসরের উদ্ধোধন

শমশেরনগর গোল্ডকাপ ফুটবল আসরের উদ্ধোধন

শমশেরনগর গোল্ডকাপ ফুটবল আসরের উদ্ধোধন ।।  মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগান মাঠে শুরু হয়েছে শমশেরনগর স্থায়ী আমন্ত্রণ মূলক গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা। শনিবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ আমন্ত্রণ মূলক ফুটবল প্রতিযোগিতা  শুরু হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবার ফুটবল আসরকে জাতির জনক বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করা হয়েছে। শমশেরনগর খেলেয়াড় কল্যাণ সমিতির আয়োজনে এ ফুটবল আসরে প্রধান অতিথি হিসিবে উপস্থিত হয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন মৌলভীবাজার -৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাম ভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক এড. এ এস এম আজাদুর রহমান, কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমদ, শমসেরনগর ইউনিয়ন চেয়ারম্যান জুয়েল আহমেদ প্রমুখ।
এবারের আসরে সিলেট বিভাগের ৪ জেলার দল, নরিসিংদির ১টি দল ও স্বাগতিক ২টি দলসহ ১৬টি দল এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে। উদ্ধোধনী খেলায় আজাদ স্পোটিং ক্লাব, সিলেট – জগন্নাথপুর ফুটবল একাদশ, সুনামগঞ্জকে ২-০ গোলে পরাজিত করে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন আজাদ স্পোটিং ক্লাব, সিলেট এর ২০নম্বর জার্সি পরিহিত খেলোয়ার তপু।
উল্লেখ্য, ১৯৯১ সালে সাবেক চেয়ারম্যান আব্দুর গফুরের সহায়তায় এ গফুর গোল্ড কাপ ফুটবল আসরের মাধ্যমে শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল আসর শুরু হয়েছিল। সে বছরই শমশেরনগর খেলোয়াড় কল্যাণ সমিতি গঠনের পর থেকে স্থানীয় ঐতিহ্যের ধারাবাহিকতায় গত তিন দশক ধরে প্রতি বছর শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুনঃ মুজিব বর্ষ উপলক্ষে কমলগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা

আরও পড়ুনঃ কমলগঞ্জে দুই দিনব্যাপী শিশু মেলার উদ্ধোধন

আরও পড়ুনঃ জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন ও মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধন

আরও পড়ুনঃ জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন ও মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধন

আরও পড়ুনঃ ওই মহামানব আসে…

আরও পড়ুনঃ মুজিববর্ষে আমাদের প্রত্যাশা

আরও পড়ুনঃ জগতে জ্যোতির্ময় জাতির জনক

আরও পড়ুনঃ ইরানের বিধ্বস্ত ইউক্রেনের বিমানের ভিডিও প্রকাশ করল যুক্তরাষ্ট্র

আরও পড়ুনঃ ভবঘুরে মজনুর বিকৃত জীবন

আরও পড়ুনঃ যুদ্ধ এক দুঃখ

আরও পড়ুনঃ মুজিববর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে জাস্টিন ট্রুডো

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =