ত্রয়ী কবিতা | পুলক বড়ুয়া ১. অজ্ঞতা কী দেব ? কিছুই দেবার নেই ! অন্ধ-বধির কৃতজ্ঞতা ছাড়া । বেশি হলে দিতে পারি, একগোছা রজনীগন্ধা, একটি গোলাপ, একগুচ্ছ পুষ্পস্তবক, একটি পুষ্পমাল্য; বড়জোর ছন্নছাড়া শূন্য-ধন্যবাদ । বাকি সব অচল, বাদ । মোড়ক বলতে এটুকুই পরিত্যক্ত-ছাতাপড়া প্রাকৃত-অজ্ঞতা । ২. এস এস শূন্যতা হও পূর্ণতা এস নগ্নতা হও মগ্নতা […]
একগুচ্ছ কবিতা || বিচিত্র কুমার প্রেমের অগ্নিবৃষ্টি যে সুখ পাখিটি আমার মনের খাঁচায় বাসা বেঁধেছিলো তাকে মুক্ত দিলাম সব মায়ার বাঁধন থেকে মুক্ত আকাশে, জোর করে বেঁধে রেখে লাভ কী?সে ঠিক মতো আর খায় না আগের মতো আর মন খুলে আমার সাথো কথা বলে না শুধু যেতে চায় অন্য দেশে। যে যেতে চায় তাকে […]
নিষিদ্ধ ঋণ |||| পুলক বড়ুয়া প্রিয়তমা আমাকে ক্ষমা কর আমি তোমার আলোয় এবং হাওয়ায় ছিলাম না কদিন আমরা একই সাথে নিঃশ্বাস নিতে পারিনি কোথাও আমরা শরিক হইনি কোথাও আমরা সারথী হইনি কোথাও আমরা সোয়ারী হইনি আমরা মুখোমুখি বসিনি নাতিদীর্ঘদিন কোনো দৃশ্যের দিকে চোখ রাখিনি একসঙ্গে কান পাতিনি আমরা মগ্ন ছিলাম ত্রিলোকে আমরা খুঁজিনি কেউ কাউকে […]