পোড়ামাটি প্রেম -পুলক বড়ুয়া ১. ঝঞ্ঝার মতো আমি বুনো উদ্দাম ঝড় হয়ে উঠ তুমি কী সুন্দরী কাঠ সুন্দরবনের মতো আমাকে ঠেকিয়ে দাও ঐ ম্যানগ্রোভ ফরেস্টের মতো আমাকে আহত কর সুনামির মতো প্রবল উচ্ছ্বাসে তুমি ছুটে আসো, আছড়ে পড়ো আমার অবিরল সত্তার সৈকতে আমি একদা ডুবে যাই একবার ভেসে উঠি পুনর্বার প্রস্তুতি নিই তোমার মুখোমুখি হই […]
রবি ফেরায় ।।।। শীতল চট্টোপাধ্যায় এই যে শ্রাবণ মেঘ ভরা মন আকাশ আঁখির এই যে ধারা, একটা ভেজার দিন- সারাদিন রবি হারায় আপন হারা ৷ থমকে গেছে কোপাই নদী আজকে গেছে বইতে ভুলে, আজ সে রবির প্রয়াণ স্রোতে বইছে শোকের ভরা কূলে ৷ মাটি ছেড়ে মেঘের ধোঁয়ায় প্রয়াণ আঁকে আঁধার ছায়ায়, ওই মেঘেতে দৃষ্টি ভেজে […]
ভাবনাহীন শৈশব | বিশ্বজিৎ মানিক ——————————————————————– গাছে উঠে ডাং ডাং – খেলে শিশু কিশোরে মনে হয় যোগ দেই – তাদের ঐ আসরে মগডালে উঠে তারা – পানিতে মারে ঝাপ ডাঙায় পুনঃ এসে – খুশিতে দেয় লাফ। লাফালাফি দেখে বুড়ো – চিন্তায় মগ্ন বয়সের ভারে তার – দেহ মন ভগ্ন ভেসে উঠে মনে তাই – শৈশব […]