দুবাইয়ের বন্দরে রহস্যময় বিস্ফোরিত সেই ইসরাইলি জাহাজ
ওমান সাগরে রহস্যজনক বিস্ফোরণের শিকার হওয়া ইসরাইলি কার্গো জাহাজটি দুবাইয়ের বন্দরে নোঙ্গর করেছে।
এমভি হেলিওস রায় নামের ইসরাইলি জাহাজটি রোববার দুবাইয়ের রশিদ বন্দরে নোঙ্গর করে। মেরামতের জন্য জাহাজটি সেখানে নেওয়া হয়েছে বলে সূত্রের বরাতে আল জাজিরার খবরে বলা হয়েছে।
যদিও তাৎক্ষণিকভাবে সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
ইসরাইলের সঙ্গে ইরানের উত্তেজনার মধ্যে জাহাজটিতে বিস্ফোরণের ঘটনায় মধ্যপ্রাচ্যের নৌপথ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে ওমান সাগরে ইসরাইলি কার্গো জাহাজটিতে রহস্যজনক বিস্ফোরণ ঘটে। এতে ক্রুরা অক্ষত থাকলেও পানিসীমার ঠিক ওপরে জাহাজটিতে চারটি গর্ত তৈরি হয়।
সৌদি আরবের দাম্মাম বন্দর থেকে বুধবার ছেড়ে আসা জাহাজটি ৫ মার্চ সিঙ্গাপুর পৌঁছানোর কথা ছিল।
কার্গো জাহাজটির প্রকৃত মালিক ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেনের ঘনিষ্ঠ ব্যক্তি বলে জানা গেছে। -যুগান্তর
এস এস/সিএ