নিখোঁজের ৭৫ দিন পর যুক্তরাষ্ট্রের নদী থেকে বাংলাদেশি চিকিৎসকের মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্রের নদী থেকে বাংলাদেশি চিকিৎসকের মরদেহ উদ্ধার ।। নিখোঁজ হবার ৭৫ দিন পর ১০ জানুয়ারি বাংলাদেশি আমেরিকান ডা. মোহাম্মদ বদরুদ্দোজা (৮২)’র লাশ পাওয়া গেল শিকাগো সিটি থেকে শতাধিক মাইল দূরে রক নদী থেকে। শিকাগোতে বাংলাদেশের অনরারি কন্সাল জেনারেল মনির চৌধুরী ১৪ জানুয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রবীণ এই প্রবাসী দীর্ঘদিন থেকেই বসবাস করছিলেন রোকফোর্ড সিটিতে। তিনি একাকী বাস করতেন। ২৭ অক্টোবর সর্বশেষ তাকে ক্রিক বেন্ড এলাকার ৭৭০০ ব্লকের বাড়িতে দেখা যায়। এর কদিন পর অর্থাৎ ৪ নভেম্বর তার গাড়ি দেখা যায় পার্কিং লটে। ইলিনয় রাজ্যের প্লেট নম্বর এএইচ ৮২৫০৬ এবং তা ছিল লেক্সাস ব্লু-২০০৮ মডেলের গাড়িতে।
উইনিবাগো কাউন্টি প্রশাসনের তদন্ত কর্মকর্তা বিল হিন্টজ জানান, একটি পার্কের সন্নিকটে রক নদীতে ভাসছিল লাশটি। উদ্ধারের পর তা শনাক্ত করা সম্ভব হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং প্রতিবেদন এখনও পাওয়া যায়নি। লাশ পচে যাওয়ায় টক্সিকোলজি এবং মাইক্রোসকপিক পর্যালোচনার প্রয়োজন দেখা দিয়েছে। এজন্যে কিছুটা সময় লাগবে মৃত্যুর কারণ জানতে।
রাজশাহীর সন্তান বদরুদ্দোজা বেশ ক’বছর আগে শিকাগোতেই বসবাস করতেন সপরিবারে। দুই কন্যার জনক ছিলেন তিনি। কিন্তু স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর শিকাগো ছেড়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন। কয়েক বছর পর পুনরায় শিকাগোতে ফিরেই বসতি গড়েন নির্জন জনপদ রোকফোর্ডে। জানা গেছে, বদরুদ্দোজা শিকাগোতে বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করেছেন কয়েক বছর। তার এমন করুণ মৃত্যুও সংবাদে গোটা কমিউনিটি হতভম্ব এবং ক্ষুব্ধ। কন্সাল জেনারেল মনির চৌধুরী জানান, আমরা রোকফোর্ড সিটি প্রশাসনের সাথে যোগাযোগ রক্ষা করছি সর্বশেষ তথ্য জানতে।
আরও পড়ুনঃ ৩০০ কোটি টাকা মেরে কানাডায়
আরও পড়ুনঃ ইউনিসেফ নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট হলেন রাবাব ফাতিমা
আরও পড়ুনঃ মোদির আমন্ত্রণে ভারতে আসছেন ট্রাম্প!
আরও পড়ুনঃ রোমহর্ষক: নবজাতক শিশুকে কামড়ে খেল কুকুর!
আরও পড়ুনঃ ‘হোটেল রোজ ভ্যালিতে বসে হামলার পরিকল্পনা করে ৭ জন’
আরও পড়ুনঃ বাসে ঘুমিয়ে ২১ বছর!
আরও পড়ুনঃ নীল নদের মালিক কে?
আরও পড়ুনঃ ‘সুখ’ বুঝতে ৯ মিলিয়ন ডলার দান!
আরও পড়ুনঃ পরিচালকের রুম থেকে বেরিয়ে অঝোরে কাঁদলেন নায়িকা
আরও পড়ুনঃ নিউইয়র্কের হোটেলে বাংলাদেশি তরুণীর মৃত্যু
আরও পড়ুনঃ বাণিজ্যিক উদ্দেশে মুজিববর্ষের লোগো ব্যবহার করা যাবে না
আরও পড়ুনঃ বাংলাদেশের বিরুদ্ধে অ্যামনেস্টির ভয়ানক ষড়যন্ত্র!
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন