আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে নিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করল জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন
বাংলাদেশের অসমান্য অগ্রগতির ভূয়সী প্রশংসা করলো আন্তর্জাতিক সম্প্রদায়
জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন প্রেরীত সংবাদ/ নিউইয়র্ক, ২৬ মার্চ ২০২১। জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করলো আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে নিয়ে। বিগত পাঁচ দশকে বাংলাদেশ অভূতপূর্ব অগ্রগতি সাধন করেছে এবং উন্নয়নের বিস্ময়ে পরিণত হয়েছে -আজ আন্তর্জাতিক আবহে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে একথা বলেন জাতিসংঘের প্রতিনিধিসহ অন্যান্য মিশনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবর্গ। জাতিসংঘ সদরদপ্তরের উচ্চ পর্যায়ের প্রতিনিধিগণ, সদস্য রাষ্ট্রসমূহের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূতবৃন্দ, জাতিসংঘের সংস্থাসমূহ ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবর্গসহ বিপুল সংখ্যক বিদেশী কূটনীতিকের উপস্থিতিতে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই সংবর্ধনা অনুষ্ঠান কোভিড-১৯ জনিত কারণে ভার্চুয়ালভাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির মনোমুগ্ধকর সাংস্কৃতিক পর্ব ও র্যাফেল ড্র গোটা আয়োজনে একটি ভিন্ন মাত্রা যোগ করে।
স্বাগত ভাষণে বাঙালি জাতির মুক্তি সংগ্রামের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত ফাতিমা। তিনি বলেন, জাতির পিতার উদাত্ত আহবানে সাড়া দিয়ে বাঙালি জাতি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন পূর্বক বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বলেন, তাঁদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি বহু কাঙ্খিত স্বাধীনতা। ১৯৭৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রদত্ত বঙ্গবন্ধুর কালজয়ী ভাষণের কথা স্মরণ করে রাষ্ট্রদূত ফাতিমা বলেন, এই ভাষণই পরবর্তীতে বাংলাদেশের পররাষ্ট্রনীতির গতিপথ নির্ধারণ করেছিল। ভাষণটিতে জাতিসংঘকে মানুষের সকল ভবিষ্যত আশা-আকাঙ্খা, নির্ভরতা ও বিশ্বাসের কেন্দ্রস্থল হিসেবে তুলে ধরা হয়েছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব, অগ্রমূখী উন্নয়ন কৌশলের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত ফাতিমা বলেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যুদ্ধব্বিস্থ, দারিদ্রপীড়িত, একটি দেশ থেকে বিশ্বের দ্রæত বর্ধমান অর্থনীতির একটি দেশে উন্নীত হয়েছে। গত ফেব্রæয়ারি মাসে সিডিপি বাংলাদেশকে চুড়ান্তভাবে এলডিসি ক্যাটেগরি থেকে উত্তরণের অনুমোদন দিয়েছে। স্বাধীনতার ৫০ বছরে এই অর্জনের মাধ্যমে সমগ্র জাতির বহুদিনের কাঙ্খিত স্বপ্ন পূর্ণ হলো”। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ রূপকল্প-২০৪১ বাস্তবায়নের মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক, উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।
গত পাঁচ দশকে বাংলাদেশ যে বিস্ময়কর অগ্রগতি সাধন করেছে তা প্রদত্ত ভিডিও বার্তায় উল্লেখ করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ। বিশেষকরে সামাজিক উন্নয়ন, দূর্যোগ প্রস্তুতি ও মোকাবিলার ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের কথা উল্লেখ করেন মহাসচিব। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের অমূল্য অবদানের কথা তুলে ধরেন গুতেরেজ। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক আশ্রয় প্রদান এবং ক্লাইমেট ভারণারেবল ফোরামের সভাপতি হিসেবে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, “আমরা জলবায়ু সঙ্কট মোকাবিলা এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সবসময়ই বাংলাদেশের পাশে আছি”।
বহুপাক্ষিকতাবাদ, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, শান্তির সংস্কৃতি এজেন্ডা, এবং মানবিকতার ক্ষেত্রে বাংলাদেশের অসামান্য অবদানের কথা প্রদত্ত বক্তব্যে তুলে ধরেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ভলকান বজকির। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দানের জন্য তিনিও বাংলাদেশের উদারতার প্রশংসা করেন। এছাড়া এসডিজি অর্জনে বাংলাদেশের সাফল্যের কথাও উল্লেখ করেন সাধারণ পরিষদ সভাপতি। এসডিজি অর্জনের ক্ষেত্রে বাংলাদেশের “সমগ্র-সমাজ দৃষ্টিভঙ্গি” এবং ‘পূনবায় আগের চেয়েও ভালো অবস্থায় ফিরে যাওয়ার’ লক্ষ্য নিয়ে কোভিড-১৯ পুনরুদ্ধার কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশের পদক্ষেপের উচ্চকিত প্রশংসা করেন ভলকান বজকির।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত মরক্কো, আয়ারল্যান্ড, বারবাডোস, ব্রæনেই দারুসসালাম, ওমান, সিয়েরা লিওন, জাপান, ভারত ও সৌদি আরবের স্থায়ী প্রতিনিধিবৃন্দ। বক্তব্য রাখেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল, ইউনিসেফের নির্বাহী পরিচালক এবং ইউএনডিপির প্রশাসক। বক্তাগণ বিগত পাঁচ দশকে বাংলাদেশের অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়নের জন্য এর জনগণ এবং নেতৃত্বকে আন্তরিক ধন্যবাদ জানান। নারীর ক্ষমতায়ন, শান্তিরক্ষা, জলবায়ু পরিবর্তন, মানবিকতা প্রদর্শনসহ সমসাময়িক আন্তর্জাতিক ইস্যুগুলোতে বাংলাদেশের নেতৃত্ব ও অবদানের প্রশংসা করেন বক্তাগণ।
এর আগে সকালে, জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সকালের পর্বে মহান মুক্তিযুদ্ধের শহীদদের পবিত্র আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজান করা হয়। এরপর দিবসটি উপলক্ষ্যে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এছাড়া স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রদত্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজের ভিডিও বার্তাও পরিবেশন করা হয় সকালের পর্বে। কর্মকর্তা-কর্মচারিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় উন্মুক্ত আলোচনা পর্ব। সকালের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
Permanent Mission celebrates Golden Jubilee of Bangladesh’s Independence with the International Community
International community lauds the remarkable progress of Bangladesh
New York, 26th March 2021:‘Bangladesh has made tremendous strides over the past five decades and has become a development miracle’- said the representatives of the UN and the member states during the celebration of the Golden Jubilee of its independence. The celebration was organized by the Permanent Mission of Bangladesh to the United Nations in a virtual platform. High-level representatives of the United Nations Headquarters, Permanent Missions of different countries, UN agencies along with other dignitaries of the international community attended the virtual reception. The virtual reception included cultural component and raffle draw.
The Permanent Representative of Bangladesh Ambassador Rabab Fatima in her welcome remarks paid deep tribute to the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, whose clarion call inspired the whole nation to join the war of liberation. Ambassador Fatima also paid homage to the three million martyrs who made supreme sacrifice for the independence. She also recalled the maiden speech of Bangabandhu at the General Assembly in 1974, which eventually determined the course of Bangladesh’s foreign policy based on its trust and confidence in the UN as the center of people future hopes and aspirations.
Ambassador Fatima paid gratitude to Prime Minister Sheikh Hasina, under whose visionary leadership and forward-looking development strategies, “Bangladesh has turned from an impoverished, war-torn state to one of the fastest-growing economies in the world”. “Last month, the CDP recommended us for graduation from the LDC category. On our 50th anniversary we achieved something which has been a long-cherished aspiration of our entire nation”, she added. She expected hope that, as envisioned by Prime Minister Sheikh Hasina, Bangladesh will be able to able to achieve vision 2041, which is building a knowledge-based, prosperous and developed society.
In his video message, the Secretary-General of the UN, António Guterres recognized the tremendous strides made by Bangladesh over the past five decades, particularly on issues of social development and disaster preparedness. He acknowledged Bangladesh’s valuable role on the world stage as the largest troop contributor to United Nations peacekeeping operations, as Chair of the Climate Vulnerable Forum and also as a host to hundreds of thousands of Rohingya refugees from Myanmar. “We will continue to stand with Bangladesh in tackling the climate crisis and working for the Sustainable Development Goals”, the SG added.
President of the UN General Assembly (PGA),Volkan Bozkir applauded Bangladesh’s contribution to multilateralism, international peace and security, ‘Culture of Peace’ agenda and humanity. He appreciated Bangladesh’s generosity for hosting over one million Rohingya refugees and lauded its great progress on sustainable development. PGA praised Bangladesh’s “the whole of society approach” for achieving the SDGs and commended its COVID-19 recovery initiatives towards ‘building forward better’.
Among others, the Permanent Representatives of Morocco, Ireland, Barbados, Brunei Darussalam, Oman, Sierra Leone, Japan, India, and Kingdom of Saudi Arabia made remarks. The Deputy Secretary General, Executive Director of UNICEF and the Administrator of UNDP also delivered their remarks. In their remarks the speakers expressed their sincere appreciation to the leadership and people of Bangladesh for their socio-economic progress over the last five decades. The speakers also paid accolade to Bangladesh for its leadership role in contemporary international issue, such as, women empowerment, peacekeeping, climate change, humanitarianism.
Earlier today, in the morning, the day started with hoisting of national flag and playing the national anthem at Mission’s Bangabandhu Auditorium. Special prayer was offered for the salvation of the souls of martyrs. Messages of the President, Prime Minister, Foreign Minister and State Minister to Foreign Affairs given for the day were read out. Also, the video message of Prime Minister and UN Secretary-General were displayed. The mission also held an open discussion. The Permanent Representative of Bangladesh to the UN Ambassador Rabab Fatima presided over the discussion meeting.
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান