প্রবাসের সংবাদ ফিচার্ড

বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা

বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা

সিবিএনএ অনলাইন ডেস্ক/ ২৯ এপ্রিল ২০২১ | করোনা পরিস্থিতির অবনতির কারণে বাংলাদেশ ও ভারত থেকে যাত্রী প্রবেশ নিষিদ্ধ করেছে ইতালি। বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিটা দেশের একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) তিনি বলেন, ‘গত ১৪ দিনের মধ্যে যারা বাংলাদেশে ছিলেন বা অবস্থান করেছেন তাদের ইতালিতে প্রবেশ করতে দেওয়া হবে না।’

তবে, ২০২১ সালের ২৫ এপ্রিলের আগে যারা ইতালির বাসিন্দা হয়েছেন, তারা বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন তিনি। সেক্ষেত্রে, তাদের করোনা নেগেটিভ সনদ থাকতে হবে এবং ইতালীয় কর্তৃপক্ষের নির্ধারিত স্থানে ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

মঙ্গলবার রাতে এক অধ্যাদেশে দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্পারান্সা স্বাক্ষর করার পর থেকেই এ আদেশ কার্যকর হয়েছে। এতে বলা হয়, গত ১৪ দিন ভারত কিংবা বাংলাদেশে অবস্থান করেছেন এমন কোন যাত্রীকে ইতালিতে প্রবেশ করতে দেওয়া হবে না। ভারত এবং বাংলাদেশের করোনা পরিস্থিতির ওপর তাদের ইতালি সরকার নজর রাখছে বলেও জানানো হয়।


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন