কমলগঞ্জে কবুতর রেস প্রতিযোগিতা অনুষ্ঠিত
মৌলভীবাজার) প্রতিনিধি ঃ মৌলভীবাজারের কমলগঞ্জে বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের উদ্যোগে ৯ম বারের মত কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে কবুতর রেস প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকার সময় কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বড়লেখা উপজেলার বিভিন্ন গ্রামের সৌখিন কবুতর খামারীর ২২৫টি হোমার রেসার প্রজাতির কবুতর দিয়ে বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের ৯ম ট্রস সম্পন্ন হলো।
বড়লেখা উপজেলা থেকে বাক্সবন্দী করে কমলগঞ্জে আনা হয় ২২৫টি কবুতর। প্রায় ৫৫ কিলোমিটার দুর থেকে বাক্সবন্দী এসব কবুতর ছেড়ে দেওয়া হলো মুক্ত আকাশে। সেখানে তাদের মালিকেরা অপেক্ষায় আছেন, কখন কবুতরগুলো ফিরবে। যার কবুতরগুলো আগে পৌঁছাবে তিনিই বিজয়ী। কমলগঞ্জে কবুতর রেস প্রতিযোগিতা অনুষ্ঠিত
উক্ত কবুতর টস প্রতিযোগীতায় উপস্থিত ছিলেন বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের উপদেষ্টা বদরুল ইসলাম, বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের সভাপতি কামরুল ইসলাম, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, বাংলাদেশ জনপ্রত্যাশার সম্পাদক সাংবাদিক ছয়ফুল আলম সাইফুল, সাংবাদিক সালাউদ্দিন শুভ, সাংবাদিক রুহুল ইসলাম হৃদয়, বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের সদস্য কামরুল ইসলাম, মোনায়েম খান মুন্না, আক্তার হোসেন, আব্দুস ছালাম, ইউনুছ কাওছার, বদরুল ইমরান প্রমুখ।
উল্লেখ্য, কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সকাল ১০টায় ছাড়া হলে ৩০ মিনিটের মধ্যে আকাশ পথে ৫১ কিঃমিঃ পথ পাড়ি দিয়ে কবুতরগুলো বড়লেখায় তাদের নিজ নিজ ঘরে পৌছাতে সক্ষম হয়। বড়লেখার রেসিং পিজিয়ন ক্লাবের এ প্রতিযোগীতাকে উপস্থিত সবাই করতালীর মাধ্যমে অভিনন্দন জানান।
গত ১০ ডিসেম্বর এই কবুতর দৌড় প্রতিযোগিতা শুরু হয় প্রথমে ১৫ কিঃমিঃ জুড়ি, ১৪ ডিসেম্বর ২৫ কিঃমিঃ কুলাউড়া, ১৮ ডিসেম্বর ৪০ কিঃমি কটারকোনা, আজ ২২ ডিসেম্বর ৫৫ কিঃমি কমলগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সেমিফানেল ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় অনেক কবুতরপ্রেমী অংশ নিয়েছেন। তাদের মধ্যে মোনায়েম খান (মুন্না), মাছুম মোহাম্মদ (প্রবাসী ), দেলোয়ার হোসেন (প্রবাসী) কামরুল ইসলাম, আক্তার হোসেন, আব্দুল ছালাম, বাবুল হোসেন।
আগামী ২৬ ডিসেম্বর শ্রীমঙ্গল সখিনা সিএনজি ষ্টেশনের সম্মুখে ৮০ কিঃ মিটারের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।
কমলগঞ্জের চোরাই মালামাল উদ্ধার ঃ আটক ৩
মৌলভীবাজারের কমলগঞ্জের ফুলবাড়ি চা বাগানের জুয়েল টেলিকম সাউন্ড সিস্টেম ও এন্ড মাইক সার্ভিসের দোকান ২ ডিসেম্বর বুধবার চুরি হয়েছিল। চুরির ২০ দিনের মধ্যে মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোররাতে সিনিয়র সহকারি পুলিশ সুপারের নেতৃত্বে একদল পুলিশ শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের বেলতলী গ্রামের একটি বাড়ি থেকে চোরাই মালামাল, সিএনজি অটোরিক্সাসহ ৩ চোরকে আটক করে।
জানা যায়, পুলিশ গোপনে তদন্ত পরিচালনা করে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আশরাফুজ্জামানের নেতৃত্বে মঙ্গলবার( ২১ ডিসেম্বর) রাতে কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান, পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ, এসআই অনকি বড়–য়াসহ একদল পুলিশ সিন্দুরখান ইউনিয়নের বেলতলী গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে বেলতলী গ্রামের রাসেল মিয়ার(২৬) বাড়ি থেকে কমলগঞ্জের ফুলবাড়ি চা বাগানের চোরাই মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে ছিল একটি অটো ভলটেজ স্টেভিলাইজার, একটি মিকচার মেশিন, ৪টি প্রিন্টার, কয়েকটি মুঠোফোন, মুঠোফোনের অনকেগুলি ব্যাটারী, মাইকের একটি মেশিন। তাছাড়া চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা মৌলভীবাজার-ছ-১২-২৬৪৮) জব্দ করা হয়। চুরির ঘটনার সাথে জড়িত থাকার দায়ে পুলিশ শ্রীমঙ্গল উপজেলার সিন্দুর খান ইউনিয়নের বেলতলী গ্রামের রাসেল মিয়া (২৬)কে আটক করে। তার দেওয়া তথ্য মতে কমলগঞ্জের ভানুগাছ বাজারের আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল (১৯) ও মাধবপুর ইউনিয়নের লঙ্গুরপার গ্রামের আছকির মিয়ার ছেলে মো. রউফ মিয়া (২৫)-কে পুলিশ আটক করে।
কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের এ মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন