এখনও চরিত্র বদলে চলেছে ডেল্টা, খুবই ভয়ানক এই প্রজাতি, সতর্কবার্তা হু প্রধানের
এখনও রূপ বদল করছে করোনার ডেল্টা প্রজাতি। ফলে আরও আশঙ্কার মেঘ ঘনিয়ে আসছে গোটা বিশ্ব জুড়ে। শনিবার এমনই সতর্কবার্তা দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রধান টেড্রস অ্যাডানম গেব্রেইয়েসুস।
ইতিমধ্যেই বিশ্বের ১০০টি দেশে করোনার ডেল্টা প্রজাতি ছড়িয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই গোটা বিশ্বে এই প্রজাতি ভয়ানক তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে হু। করোনার এই প্রজাতিকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বলেও আখ্যা দিয়েছেন হু প্রধান। ফলে সামনে আরও ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “কোনও দেশ এখনও পুরোপুরি বিপন্মুক্ত নয়। ডেল্টা প্রজাতি খুবই মারাত্মক এবং এটা ক্রমেই নিজের রূপ এবং চরিত্র বদলে চলেছে। সুতরাং এর গতিপ্রকৃতির দিকে আমাদের সকলকে কড়া নজর রাখতে হবে।”
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান