পাত্তাই পেলনা ইউক্রেন, ২৫ বছর পর সেমিতে ইংল্যান্ড
ইউক্রেনের জালে শুরুতে এক গোল। দ্বিতীয়ার্ধে আরও তিন তিনটি। ইংল্যান্ডের কাছে যেনো কোন পাত্তাই পেলনা ইউক্রেন। প্রতিপক্ষকে ন্যূনতম চ্যালেঞ্জও জানাতে পারল না আন্দ্রেই শেভচেঙ্কোর ছাত্ররা।
শনিবার রাতে রোমের স্তাদিও অলিম্পিকোয় কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে ৪-০ গোলে রীতিমত উড়িয়ে দিয়ে সেমিফাইনালে উঠেছে গ্যারেথ সাউথগেটের দল। দীর্ঘ ২৫ বছর পর ইউরোর সেমিফাইনালে উঠল ইংল্যান্ড। সেখানে তারা মুখোমুখি হবে ডেনমার্কের।
ম্যাচটিতে জোড়া গোল করেন হ্যারি কেইন। হ্যারি ম্যাগুইয়ার ও জর্ডান হেন্ডারসনের পা থেকে এসেছে একটি করে গোল।
ইংল্যান্ডে আবারো বেজে উঠেছে সেই পুরনো গান ‘ফুটবল, ইটস কামিং হোম’। ফুটবলের জনক দেশটার এই মাতামাতিটা ঠিক দৃষ্টিকটু নয়। ট্রফিটা ছোঁয়ার ভাগ্য ওদের হয় খুব কমই, তবে ফুটবলের জন্য আবেগটা তাদের একেবারে নিরেট-খাঁটি।
একবার বিশ্বকাপ শিরোপা ছোঁয়ার স্বাদ তারা পেয়েছে, তবে ইউরোতে ওরা বরাবরই ব্যর্থদের দলে। এবার যেন সেই ব্যর্থতা ঝেড়েমুছে সাফ করতে চায় ইংলিশরা। গ্যারেথ সাউথগেটের দলটার দিকে তাকালে অমনই মনে হবে।
এবারের ইউরোতে যেমন খেলা হচ্ছে, আন্ডারডগ বলতে কোন শব্দ যেন ওদের ডিকশনারিতেই নেই! প্রতিটা ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁঝটা তীব্র। অথচ ইংল্যান্ডকে দেখুন, এই কোয়ার্টার ফাইনালে এসে ইউক্রেনকে নিয়ে কেমন ছেলেখেলা করলো!
ইউক্রেনিয়ানদের একেবারে হেলাফেলা করবেন না। ক’দিন আগেও বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে রুখে দিয়েছিলো ওরা। তবে কেইন-স্টার্লিং-স্যাঞ্চোরা যেন খুনে মেজাজে ছিলেন!
ম্যাচের ৪র্থ মিনিট। স্টার্লিংয়ের বাড়ানো থ্রো বলটা ধরে জালে পাঠিয়ে দেন ক্যাপ্টেন হ্যারি কেইন। টুর্নামেন্টে তার ২য় গোল।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারো ইংলিশদের দাপট। এবার হেডে বল জালে পাঠান ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার।
মিনিট চারেক পর স্কোরশিটে আবারো নাম লেখান হ্যারি কেইন। ইংলিশদের লিড ৩ গোলের। আসরে কেইনেরও তৃতীয় গোল।
৬৩ মিনিটে স্কোরশিটে নাম লেখান জর্ডান হেন্ডারসনও। ৪-০ স্কোরলাইনের পর ম্যাচে ফেরার স্বপ্ন দেখার কথা নয় ইউক্রেনের। তারা পারেও নি।
ইংলিশদের সেমির প্রতিপক্ষ ডেনমার্ক। ভেন্যু ওয়েম্বলি। সেখানে নিশ্চয়ই আরও জোরে বাজবে, ‘ফুটবল, ইটস কামিং হোম’।
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান